আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর প্রভাতকুমার মুখোপাধ্যায় | ক্লাস 12 তৃতীয় সেমিস্টার বাংলা | Adorini Golper MCQ Class 12 Third Semester Bangla

১। মহারাজ নরেশচন্দ্র, জয়রাম মোক্তারকে হাতির বদলে কীসে চড়ে বিয়ে নিমন্ত্রণ রক্ষা করতে যেতে বলেছিলেন?
(ক) ঘোড়ার গাড়িতে
(খ) পালকিতে
(গ) পায়ে হেঁটে
(ঘ) গোরুর গাড়িতে।
উত্তরঃ (ঘ) গোরুর গাড়িতে। ✓
২। “এই কথা শুনিবামাত্র জয়রাম ক্ষোভে, লজ্জায়, রোষে যেন একেবারে ক্ষিপ্তপ্রায় হইয়া উঠিলেন।”- কোন্ কথা?
(ক) মহারাজ, জয়রামকে হাতির বদলে গোরুর গাড়িতে চড়ে বিয়ের নিমন্ত্রণে যেতে বলার নির্দেশটির কথা
(খ) পত্রপ্রেরকের নাম দেখে মহারাজ তাঁকে চিনতে পারেননি সেই কথা
(গ) ভৃত্যটি চিঠিখানি হারিয়ে ফেলেছে সেই কথা
(ঘ) মহারাজ, তাঁকে বিয়েবাড়িতে না যাওয়ার পরামর্শ দিয়েছেন সেই কথা।
উত্তরঃ (ক) মহারাজ, জয়রামকে হাতির বদলে গোরুর গাড়িতে চড়ে বিয়ের নিমন্ত্রণে যেতে বলার নির্দেশটির কথা। ✓
৩। ক্ষোভে ক্ষিপ্তপ্রায় হয়ে জয়রাম মোক্তারের কী প্রতিক্রিয়া হয়েছিল?
(ক) তিনি রাগে দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে ছোটাছুটি করতে লাগলেন
(খ) তাঁর হাত-পা ঠক্ ঠক্ করে কাঁপতে লাগল, দুই চোখ দিয়ে যেন রক্ত ফেটে পড়ল এবং মুখের শিরা-উপশিরাগুলি স্ফীত হয়ে উঠল
(গ) তিনি গুম্ মেরে বসে রইলেন
(ঘ) তিনি হনহন করে হাঁটা দিলেন মহারাজের উদ্দেশে, রাগে তাঁর চোখ দিয়ে আগুন ঝরতে লাগল এবং রাজবাড়িতে পৌঁছে তিনি প্রচণ্ড গোল বাঁধালেন।
উত্তরঃ (খ) তাঁর হাত-পা ঠক্ ঠক্ করে কাঁপতে লাগল, দুই চোখ দিয়ে যেন রক্ত ফেটে পড়ল এবং মুখের শিরা-উপশিরাগুলি স্ফীত হয়ে উঠল ✓
৪। “হাতী দিলে না! হাতী দিলে না!”- কথাটি জয়রাম মোক্তার কীভাবে বলেছিলেন?
(ক) শান্ত স্বরে, চোখ নামিয়ে
(খ) ক্ষিপ্ত স্বরে, গলা উঁচিয়ে
(গ) রুক্ষ স্বরে, ভূ কুঁচকিয়ে
(ঘ) কম্পিতস্বরে, ঘাড় বেঁকিয়ে।
উত্তরঃ (ঘ) কম্পিতস্বরে, ঘাড় বেঁকিয়ে। ✓
৫। কে এক জোড়া নতুন বলদ কিনেছে?
(ক) পীরগঞ্জের মেজোবাবু
(খ) উমাচরণ লাহিড়ী
(গ) ইমামদ্দি শেখ
(ঘ) নগেন্দ্রবাবু।
উত্তরঃ (গ) ইমামদ্দি শেখ। ✓
৬। ইমামদ্দি শেখ কী কিনেছে?
(ক) এক জোড়া ঘোড়া
(খ) এক জোড়া বলদ
(গ) এক জোড়া মুরগি
(ঘ) এক জোড়া ছাগল।
উত্তরঃ (খ) এক জোড়া বলদ। ✓
৭। ইমামদ্দি শেখের কেনা নতুন বলদ দুটি-
(ক) খুব দ্রুত যায়
(খ) খুব ধীরে যায়
(গ) সারাদিন চরে বেড়ায়
(ঘ) খুব ডাকাডাকি করে।
উত্তরঃ (ক) খুব দ্রুত যায় ✓
৮। “… নইলে এ বিবাহে আমার যাওয়াই হবে না।”- বিয়েবাড়িতে যাওয়ার জন্য জয়রাম মোক্তার কী শর্ত রেখেছিলেন?
(ক) মেজোবাবুকে নিজে এসে তাঁকে নিয়ে যেতে হবে
(খ) তাঁর জন্য পালকি পাঠাতে হবে
(গ) তিনি কেবল হাতি চড়েই পীরগঞ্জে যাবেন
(ঘ) তিনি কেবল ঘোড়ার গাড়ি চড়েই পীরগঞ্জে যাবেন।
উত্তরঃ (গ) তিনি কেবল হাতি চড়েই পীরগঞ্জে যাবেন। ✓
৯। যেসকল জমিদারদের কাছে হাতি ছিল, তারা শহর থেকে কত দূরে অবস্থান করতেন?
(ক) পাঁচ ক্রোশ
(খ) ছয়-সাত ক্রোশ
(গ) এক ক্রোশ
(ঘ) দুই-তিন ক্রোশ।
উত্তরঃ (ঘ) দুই-তিন ক্রোশ। ✓
১০। জয়রাম মোক্তার কী কিনবেন বলে লোক পাঠালেন?
(ক) হাতি
(খ) ঘোড়া
(গ) বলদ
(ঘ) জমি।
উত্তরঃ (ক) হাতি। ✓
১১। জয়রাম প্রেরিত লোকটি হাতির খবর নিয়ে ফিরে আসে-
(ক) রাত্রি তিন প্রহরে
(খ) রাত্রি দুই প্রহরে
(গ) দ্বিপ্রহরে
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (খ) রাত্রি দুই প্রহরে ✓
১২। মাদী হাতিটি কার?
(ক) রাধাচরণ লাহিড়ীর
(খ) রামতনু লাহিড়ীর
(গ) উমাচরণ লাহিড়ীর
(ঘ) রমাচরণ লাহিড়ীর।
উত্তরঃ (গ) উমাচরণ লাহিড়ীর। ✓
১৩। উমাচরণ লাহিড়ীর নিবাস-
(ক) পীরগঞ্জে
(খ) মতিগঞ্জে
(গ) নিশিপুরে
(ঘ) বীরপুরে।
উত্তরঃ (ঘ) বীরপুরে। ✓
১৪। উমাচরণ লাহিড়ীর ছিল একটি-
(ক) মাদী হাতি
(খ) বুড়ো হাতি
(গ) মদ্দা হাতি
(ঘ) সাদা হাতি।
উত্তরঃ (ক) মাদী হাতি। ✓
১৫। আদরিণী ছিল একটি-
(ক) মদ্দা হাতি
(খ) বুড়ো হাতি
(গ) অসুস্থ হাতি
(ঘ) মাদী হাতি।
উত্তরঃ (ঘ) মাদী হাতি। ✓
১৬। মাদী হাতিটি ছিল-
(ক) বুড়ো
(খ) বাচ্চা
(গ) অসুস্থ
(ঘ) সদ্যোজাত।
উত্তরঃ (খ) বাচ্চা। ✓
১৭। উমাচরণ লাহিড়ী তাঁর মাদী হাতিটির কত টাকা দাম হাঁকিয়েছিলেন?
(ক) পাঁচ হাজার টাকা
(খ) এক হাজার টাকা
(গ) দু হাজার টাকা
(ঘ) তিন হাজার টাকা।
উত্তরঃ (গ) দু হাজার টাকা ✓
১৮। মাদী হাতিটি বাচ্চা হলেও কী বইতে সক্ষম?
(ক) মাল
(খ) সওয়ারি
(গ) চালের বস্তা
(ঘ) তুলোর বস্তা।
উত্তরঃ (খ) সওয়ারি। ✓
১৯। “কুছ পরওয়া নেই। তাই কিনব।”- কী কেনার কথা বলা হয়েছে?
(ক) ঘোড়ার গাড়ি
(খ) এক জোড়া বলদ
(গ) বাচ্চা, মাদী হাতি
(ঘ) বিশালাকার, বুড়ো হাতি।
উত্তরঃ (গ) বাচ্চা, মাদী হাতি। ✓
২০। হাতির সঙ্গে কাকে পাঠানোর নির্দেশ দেন জয়রাম মোক্তার?
(ক) বিশ্বাসী কর্মচারীকে
(খ) কর্মঠ কর্মচারীকে
(গ) আরও একটি হাতিকে
(ঘ) উমাচরণ লাহিড়ীকে।
উত্তরঃ (ক) বিশ্বাসী কর্মচারীকে। ✓
২১। হস্তিনী কখন এসেছিল?
(ক) সকাল পাঁচটায়
(খ) বেলা নটায়
(গ) বেলা সাতটায়
(ঘ) বেলা দশটায়।
উত্তরঃ (গ) বেলা সাতটায়। ✓
২২। হস্তিনীর নাম কী?
(ক) মঙ্গলা
(খ) আদরিণী
(গ) গজগামিনী
(ঘ) মালিনী।
উত্তরঃ (খ) আদরিণী। ✓
২৩। উমাচরণ লাহিড়ীর কর্মচারী কী লিখে দিয়ে প্রস্থান করল?
(ক) উমাচরণ লাহিড়ীর বয়ান
(খ) আদালতের নোটিশ
(গ) স্ট্যাম্প কাগজে শর্তাবলি
(ঘ) স্ট্যাম্প কাগজে রসিদ।
উত্তরঃ (ঘ) স্ট্যাম্প কাগজে রসিদ। ✓
২৪। কর্মচারীটি কত টাকা নিয়ে প্রস্থান করেছিল?
(ক) দু হাজার
(খ) এক হাজার
(গ) পাঁচ হাজার
(ঘ) চার হাজার।
উত্তরঃ (ক) দু হাজার ✓
২৫। বাড়িতে হাতি আসামাত্রই কারা বৈঠকখানার উঠোনে এসে ভিড় করে দাঁড়াল?
(ক) মক্কেলগণ
(খ) মোক্তারগণ
(গ) বালক-বালিকাগণ
(ঘ) মহারাজ ও তাঁর সাঙ্গোপাঙ্গ।
উত্তরঃ (গ) বালক-বালিকাগণ ✓
২৬। পাড়ার তাবৎ বালক-বালিকা হাতি দেখার জন্য কোথায় এসে ভিড় করে দাঁড়াল?
(ক) বাগানে
(খ) বৈঠকখানার উঠোনে
(গ) বাড়ির সদর দরজায়
(ঘ) পাড়ার মোড়ে।
উত্তরঃ (খ) বৈঠকখানার উঠোনে ✓
২৭। “হাতী, তোর গোদা পায়ে নাতি।”—বলেছিল কারা?
(ক) বৈঠকখানায় আড্ডারত যুবক-বৃদ্ধরা
(খ) বাড়ির বালকেরা
(গ) জয়রাম মোক্তারের পুত্রবধূরা
(ঘ) পাড়ার বালক-বালিকারা।
উত্তরঃ (ঘ) পাড়ার বালক-বালিকারা। ✓
২৮। “হাতী, তোর গোদা পায়ে নাতি।”- এখানে ‘নাতি’ শব্দের অর্থ কী?
(ক) লাঠি
(খ) লাথি
(গ) দৌহিত্র
(ঘ) পৌত্র।
উত্তরঃ (খ) লাথি। ✓
২৯। পাড়ার বালক-বালিকাদের ক্রিয়াকলাপ দেখে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উঠল-
(ক) জয়রাম মোক্তার
(খ) আদরিণী
(গ) বাড়ির বালকেরা
(ঘ) বড়ো পুত্রবধূ।
উত্তরঃ (গ) বাড়ির বালকেরা ✓
৩০। হস্তিনী গিয়ে দাঁড়াল-
(ক) অন্তঃপুরদ্বারের নিকটে
(খ) বৈঠকখানার উঠোনে
(গ) জয়রাম মোক্তারের সম্মুখে
(ঘ) অন্তঃপুরদ্বারের তফাতে।
উত্তরঃ (ক) অন্তঃপুরদ্বারের নিকটে। ✓
৩১। “একটি ঘটীতে জল লইয়া সভয় পদক্ষেপে বাহির হইয়া আসিলেন।”-কে?
(ক) জয়রাম মোক্তারের পত্নী
(খ) জয়রাম মোক্তারের কনিষ্ঠা পূত্রবধূ
(গ) জয়রাম মোক্তারের জ্যেষ্ঠ পুত্রবধূ
(ঘ) জয়রাম মোক্তারের ভৃত্য।
উত্তরঃ (গ) জয়রাম মোক্তারের জ্যেষ্ঠ পুত্রবধূ। ✓
৩২। কম্পিত হাতে আদরিণীর পা ধুইয়ে দিয়েছিল-
(ক) মাহুত
(খ) জয়রাম মোক্তার
(গ) ভৃত্য
(ঘ) জয়রামের বড়ো পূত্রবধূ।
উত্তরঃ (ঘ) জয়রামের বড়ো পূত্রবধূ। ✓
৩৩। মাহুতের ইঙ্গিতানুসারে আদরিণী কী করল?
(ক) সামনের দুটি পা তুলে প্রণাম জানাল
(খ) জানু পেতে বসল
(গ) শুঁড় তুলে অভিবাদন করল
(ঘ) বাইরের বালক-বালিকাদের তাড়া করল।
উত্তরঃ (খ) জানু পেতে বসল ✓
৩৪। কী দিয়ে আদরিণীর ললাট রাঙানো হল?
(ক) লাল রং
(খ) আবির
(গ) তৈল ও সিন্দুর
(ঘ) ঘৃত ও সিন্দুর।
উত্তরঃ (গ) তৈল ও সিন্দুর। ✓
৩৫। আদরিণীর সম্মুখে ধামায় করে রাখা হয়েছিল-
(ক) সাপটা চাল
(খ) ঝিঙেশাল চাল
(গ) কনকপাণি চাল
(ঘ) আলোচাল।
উত্তরঃ (ঘ) আলোচাল। ✓
৩৬। ‘নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিবার পরদিন বিকালেই মুখোপাধ্যায় মহাশয় সাক্ষাৎ করতে গেলেন’-
(ক) মহারাজ নরেশচন্দ্রের সহিত
(খ) মহারাজ পরেশচন্দ্রের সহিত
(গ) মহারাজ মহেশচন্দ্রের সহিত
(ঘ) মহারাজ ভবেশচন্দ্রের সহিত।
উত্তরঃ (ক) মহারাজ নরেশচন্দ্রের সহিত। ✓
৩৭। জয়রাম, মহারাজের সঙ্গে কীসে চড়ে সাক্ষাৎ করতে গিয়েছিলেন?
(ক) হস্তীপৃষ্ঠে
(খ) পালকিতে
(গ) মোটরগাড়িতে
(ঘ) গোরুর গাড়িতে।
উত্তরঃ (ক) হস্তীপৃষ্ঠে। ✓
৩৮। মহারাজের দ্বিতল বৈঠকখানার নীচে ছিল-
(ক) গাড়িবারান্দা
(খ) বিস্তৃত প্রাঙ্গণ
(গ) ঘোড়াশাল
(ঘ) বিস্তৃত হস্তীশাল।
উত্তরঃ (খ) বিস্তৃত প্রাঙ্গণ
৩৯। মহারাজের প্রাঙ্গণের অপর প্রান্তে ছিল-
(ক) ফোয়ারা
(খ) বৈঠকখানা
(গ) সিংহদ্বার
(ঘ) চণ্ডীমণ্ডপ।
উত্তরঃ (গ) সিংহদ্বার ✓
৪০। “মুখুয্যে মশায়, ও হাতিটি কার?”- হাতিটি কার বলে ঘোষণা করেছিলেন জয়রাম?
(ক) হুজুর বাহাদুরের
(খ) জয়রাম মোক্তারের
(গ) নগেন ডাক্তারের
(ঘ) জনসাধারণের।
উত্তরঃ (ক) হুজুর বাহাদুরের ✓
৪১। “ও হাতিটি কার?”- হাতিটি আসলে কার?
(ক) মহারাজ নরেশচন্দ্রের
(খ) দেওয়ানজির
(গ) উকিল কুঞ্জবিহারীর
(ঘ) জয়রাম মোক্তারের।
উত্তরঃ (ঘ) জয়রাম মোক্তারের। ✓
৪২। “জেলাকোর্ট ভরিয়া গিয়াছে”- জেলাকোর্ট ভরে গিয়েছে কীসে?
(ক) বিদেশি পেশকারে
(খ) অশিক্ষিত মোক্তারে
(গ) নতুন নিয়মে পাশ করা শিক্ষিত মোক্তারে
(ঘ) অসৎ ব্যবসায়ীতে।
উত্তরঃ (গ) নতুন নিয়মে পাশ করা শিক্ষিত মোক্তারে। ✓
৪৩। জয়রাম মোক্তারের ক-টি পুত্র?
(ক) দুটি
(খ) তিনটি
(গ) চারটি
(ঘ) পাঁচটি।
উত্তরঃ (খ) তিনটি ✓
৪৪। জয়রাম মোক্তারের কোন্ পুত্রটি পাঠরত ছাত্র?
(ক) জ্যেষ্ঠ
(খ) মধ্যম
(গ) কনিষ্ঠ
(ঘ) সবকটিই।
উত্তরঃ (গ) কনিষ্ঠ। ✓
৪৫। মোক্তার মহাশয়ের কনিষ্ঠ পুত্রটি পড়াশোনা করছে-
(ক) কলকাতায়
(খ) দিল্লিতে
(গ) মুম্বাইয়ে
(ঘ) কোটায়।
উত্তরঃ (ক) কলকাতায়। ✓
৪৬। মোক্তার মহাশয় কাছারিতে যাওয়ার সময় মাথায় বাঁধতেন-
(ক) শামলা
(খ) পাগড়ি
(গ) চাদর
(ঘ) লম্বা কাপড়।
উত্তরঃ (খ) পাগড়ি। ✓
৪৭। নব্য মোক্তারগণ মাথায় কী পরে?
(ক) টুপি
(খ) পাগড়ি
(গ) উইগ
(ঘ) শামলা।
উত্তরঃ (ঘ) শামলা। ✓
৪৮। ‘শামলা’ কী?
(ক) শ্যামলা রঙের টুপি
(খ) মাথার পালক
(গ) উকিলদের মাথায় পরার শালের পাগড়ি
(ঘ) লৌহনির্মিত মাথায় পরার বর্মবিশেষ।
উত্তরঃ (গ) উকিলদের মাথায় পরার শালের পাগড়ি। ✓
৪৯। কারা মাথায় শামলা দিয়ে হাকিমদের সঙ্গে ফরফর করে ইংরেজিতে কথা বলত?
(ক) পেশকার
(খ) জজসাহেব
(গ) পুরোনো মোক্তারগণ
(ঘ) ছোকরা মোক্তারগণ।
উত্তরঃ (ঘ) ছোকরা মোক্তারগণ। ✓
৫০। কারা মনুষ্যপদবাচ্য নন?
(ক) যারা ইংরেজি জানেন না
(খ) যারা পেশায় হাকিম নন
(গ) যারা জজসাহেবের তোষামোদককারী নন
(ঘ) যারা বিনাপয়সায় কেস লড়ে।
উত্তরঃ (ক) যারা ইংরেজি জানেন না ✓
৫১। পাঁচ বৎসর পর মোক্তার মহাশয়ের যা করা শ্রেয় মনে হল, তা হল-
(ক) হস্তীবিক্রয়
(খ) কোম্পানির কাগজ ক্রয়
(গ) কর্ম থেকে অবসরগ্রহণ
(ঘ) ইংরেজি শেখা।
উত্তরঃ (গ) কর্ম থেকে অবসরগ্রহণ। ✓
৫২। পরবর্তী সময়ে মোক্তার মহাশয়ের সংসারযাত্রা নির্বাহ হত-
(ক) মোক্তারির টাকায়
(খ) পূর্ব সঞ্চয়ের সুদের টাকায়
(গ) ধার করা টাকায়
(ঘ) হস্তী বিক্রয়ের টাকায়।
উত্তরঃ (খ) পূর্ব সঞ্চয়ের সুদের টাকায়। ✓
৫৩। পাঁচ বছর পরে জয়রাম মুখোপাধ্যায়ের বয়স হয়েছিল-
(ক) ষাট বছর
(খ) পঁয়ষট্টি বছর
(গ) সত্তর বছর
(ঘ) পঁচাত্তর বছর।
উত্তরঃ (ক) ষাট বছর ✓
৫৪। জয়রামের বড়ো ছেলেটি রোজগার করলে, তিনি অবসর নিয়ে বাড়িতে বসে-
(ক) তাস খেলতেন
(খ) আদরিণীর দেখাশোনা করতেন
(গ) হুঁকো টানতেন
(ঘ) হরিনাম করতেন।
উত্তরঃ (ঘ) হরিনাম করতেন। ✓
৫৫। দায়রায় কোন্ মোকদ্দমায় জয়রাম মোক্তারকে নিযুক্ত করা হয়েছিল?
(ক) চুরির
(খ) খুনের
(গ) ডাকাতির
(ঘ) কেপমারির।
উত্তরঃ (খ) খুনের। ✓
৫৬। খুনি মোকদ্দমা কতদিন চলেছিল?
(ক) পাঁচদিন
(খ) চারদিন
(গ) তিনদিন
(ঘ) দুদিন।
উত্তরঃ (গ) তিনদিন। ✓
৫৭। মোকদ্দমার শেষে জয়রাম মুখোপাধ্যায় কী বলে তাঁর বক্তৃতা শুরু করেছিলেন?
(ক) ‘জজসাহেব বাহাদুর ও এসেসার মহোদয়গণ’
(খ) ‘মাননীয় রাজাবাহাদুর ও মক্কেলগণ’
(গ) ‘মাননীয় জমিদার মহাশয় ও সভাসদগণ’
(ঘ) ‘মাননীয় জজসাহেব ও পেস্কার মহাশয়’।
উত্তরঃ (ক) ‘জজসাহেব বাহাদুর ও এসেসার মহোদয়গণ’ ✓
৫৮। খুনের মোকদ্দমায় নির্দোষ সাব্যস্ত করা হয়েছিল
(ক) প্রতিপক্ষ উকিলের মক্কেলকে
(খ) জয়রাম মোক্তারের মক্কেলকে
(গ) উমাচরণ লাহিড়ীকে
(ঘ) জয়রামের ভৃত্যকে।
উত্তরঃ (খ) জয়রাম মোক্তারের মক্কেলকে ✓
৫৯। ইংরেজ জজসাহেব, জয়রাম মুখোপাধ্যায়কে কী ভেবে ভুল করেছিল?
(ক) মক্কেল
(খ) মোক্তার
(গ) উকিল
(ঘ) আসামি।
উত্তরঃ (গ) উকিল ✓
৬০। “উহার নাম জয়রাম মুখার্জি। উনি উকিল নহেন, মোক্তার।”-এ কথাটি বলেছেন-
(ক) জজসাহেব
(খ) প্রতিপক্ষের উকিল
(গ) জনৈক মক্কেল
(ঘ) পেশকার।
উত্তরঃ (ঘ) পেশকার ✓
৬১। জয়রাম মোক্তারকে জজসাহেবের উকিল ভাবার কারণ কী?
(ক) তাঁর আভিজাত্যের কারণে
(খ) তাঁর সৃজনশীলতার কারণে
(গ) তাঁর দক্ষতার সঙ্গে মোকদ্দমা চালিয়ে যাওয়ার কারণে
(ঘ) তাঁর আগ্রাসন ও ক্রোধের কারণে।
উত্তরঃ (গ) তাঁর দক্ষতার সঙ্গে মোকদ্দমা চালিয়ে যাওয়ার কারণে ✓
৬২। ইংরেজ জজসাহেবের কাছে জয়রাম নিজের কী পরিচয় দিয়েছিলেন?
(ক) সেকালের শিথিল নিয়মের একজন মূর্খ মোক্তার
(খ) সেকালের একজন ইংরেজি জানা দিগজ মোক্তার
(গ) ইংরেজি জানা উকিল
(ঘ) নব্য মোক্তার।
উত্তরঃ (ক) সেকালের শিথিল নিয়মের একজন মূর্খ মোক্তার ✓
৬৩। জয়রাম জীবনের শেষদিন অবধি ভুলতে পারবেন না-
(ক) তাঁর ঐতিহাসিক জয়লাভ
(খ) তাঁর মক্কেলের প্রশংসা
(গ) জজসাহেবের করা অপমান
(ঘ) জজসাহেবের করা প্রশংসা।
উত্তরঃ (ঘ) জজসাহেবের করা প্রশংসা। ✓
৬৪। বুড়ো ব্রাহ্মণ মোক্তার জয়রাম জজসাহেবকে যা হওয়ার জন্য আশীর্বাদ দিয়েছিলেন, তা হল-
(ক) সুপ্রিম কোর্টের জজ
(খ) হাইকোর্টের জজ
(গ) প্রভাব প্রতিপত্তিশালী ব্যক্তি
(ঘ) দীর্ঘজীবী।
উত্তরঃ (খ) হাইকোর্টের জজ ✓
৬৫। খুনের মোকদ্দমা জিতে, ইংরেজ জজসাহেবের কাছে প্রশংসিত হয়ে কোন্ কাজ জয়রাম মোক্তার আর কখনও করেননি?
(ক) হাতি চড়া
(খ) হুঁকো সেবন
(গ) সহকর্মীদের অপমান
(ঘ) কাছারি যাওয়া।
উত্তরঃ (ঘ) কাছারি যাওয়া ✓
৬৬। “ইহার পর আর তিনি কাছারি যান নাই”-কাছারি না যাওয়ার কারণ-
(ক) কর্মব্যস্ততা
(খ) বার্ধক্য
(গ) উদাসীনতা
(ঘ) যুগোপযোগী শিক্ষার অভাব।
উত্তরঃ (ঘ) যুগোপযোগী শিক্ষার অভাব। ✓
৬৭। “তাহা শত চেষ্টাতেও হইয়া ওঠে না”- কী হয়ে ওঠে না?
(ক) মোক্তারি
(খ) হস্তীপালন
(গ) ব্যয়সঙ্কোচন
(ঘ) হস্তীবিক্রয়।
উত্তরঃ (গ) ব্যয়সঙ্কোচন ✓
৬৭। একদিন প্রভাতে বৈঠকখানায় বসে জয়রাম মোক্তার যখন বিষয় চিন্তা করছিলেন তখন আদরিণীকে নিয়ে মাহুত কোথায় গিয়েছিল?
(ক) মেলায় বিক্রি করে দিতে
(খ) নদীতে স্নান করাতে
(গ) বাগানে কদলীকাণ্ড খাওয়াতে
(ঘ) মেলায় খেলা দেখাতে।
উত্তরঃ (খ) নদীতে স্নান করাতে ✓
৬৮। লোকমত অনুযায়ী আদরিণীকে বিক্রি করে দিলে মাসে জয়রামের কত টাকা সাশ্রয় হত?
(ক) ত্রিশ চল্লিশ টাকা
(খ) কুড়ি ত্রিশ টাকা
(গ) পঞ্চাশ ষাট টাকা
(ঘ) এক শত টাকা।
উত্তরঃ (ক) ত্রিশ চল্লিশ টাকা ✓
৬৯। অর্থাগমের জন্য জয়রাম মুখোপাধ্যায় স্থির করলেন যে হাতিটিকে-
(ক) সার্কাসদলের কাছে বিক্রি করে দেওয়া যায়
(খ) পুরোনো মালিকের কাছে ফেরত দিয়ে আসা যায়
(গ) মেলায় খেলা দেখাতে পাঠানো যায়
(ঘ) ভাড়া দেওয়া যায়।
উত্তরঃ (ঘ) ভাড়া দেওয়া যায় ✓
আরও পড়ুন : পর্যটকদের দৃষ্টিতে ভারত MCQ