HS History MCQ 3rd Semester 2nd Chapter Sangskrritik Samanway WBCHSE

HS History MCQ 3rd Semester 2nd Chapter Sangskrritik Samanway WBCHSE – দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার ইতিহাস বিষয়ে মোট 40 নম্বরের লিখিত পরীক্ষা হবে। এই 40 নম্বরের মধ্যে Unit – 1 প্রথম অধ্যায় : পর্যটকদের দৃষ্টিতে ভারত, দ্বিতীয় অধ্যায় : সাংস্কৃতিক সমন্বয় ও তৃতীয় অধ্যায় : আঞ্চলিক রাজধানী ও রাজ্যগঠন এই তিনটি অধ্যায় থেকে থাকবে মোট 20 নম্বর। আবর Unit – 2 চতুর্থ অধ্যায় : ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ এবং পঞ্চম অধ্যায় : সাম্রাজ্যবাদ ও ওপনিবেশিক নিয়ন্ত্রনের যন্ত্রাদি এই দুটি অধ্যায় থেকে থাকবে মোট 20 নম্বর। আজকের এই প্রশ্নোত্তর পর্বে দ্বিতীয় অধ্যায় : সাংস্কৃতিক সমন্বয় অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু MCQ তুলে ধরা হল।

HS History MCQ 3rd Semester 2nd Chapter Sangskrritik Samanway WBCHSE

HS History MCQ 3rd Semester 2nd Chapter Sangskrritik Samanway WBCHSE
HS History MCQ 3rd Semester 2nd Chapter Sangskrritik Samanway WBCHSE

 

১। বিদ্যাশিক্ষা শেষ করে নানক কার অধীনে চাকুরি নিয়েছিলেন?
(ক) সিকান্দর শাহ
(খ) বহলোল লোদি
(গ) ইব্রাহিম লোদি
(ঘ) দৌলত খান লোদি।
উত্তরঃ (ঘ) দৌলত খান লোদি। ✓

২। ‘সৎ-শ্রী-আকাল’ কথার অর্থ হল-
(ক) ঈশ্বর এক
(খ) ঈশ্বরের বহু নাম
(গ) সত্যস্বরূপ ভগবানের আরাধনা
(ঘ) আকালের রাজ্য।
উত্তরঃ (গ) সত্যস্বরূপ ভগবানের আরাধনা ✓

৩। জাতি-ধর্ম-নির্বিশেষে যে কেউই প্রেম ও ভক্তি সহযোগে বারবার ঈশ্বরের নাম জপ করলে মোক্ষলাভ করবে।’- কথাটি কার?
(ক) মীরাবাঈ-এর
(খ) তুকারাম-এর
(গ) নানকের
(ঘ) সুরদাসের।
উত্তরঃ (গ) নানকের ✓

৪। কোন্ ভক্তিবাদের প্রবক্তা শিখদের মধ্যে লঙ্গরের ধারণা প্রবর্তন করেছিলেন বলে জানা যায়?
(ক) গুরু অর্জুনদেব
(খ) গুরু নানক
(গ) গুরু হরকিষাণ
(ঘ) গুরু গোবিন্দ সিং।
উত্তরঃ (খ) গুরু নানক ✓

৫। নানকের উপদেশাবলি কোন্ পুস্তকে লিপিবদ্ধ আছে?
(ক) আদিগ্রন্থ/গুরুগ্রন্থ সাহিব
(খ) ভক্তিপ্রদীপ
(গ) শ্রীশিক্ষাষ্টক
(ঘ) গুণমালা।
উত্তরঃ (ক) আদিগ্রন্থ/গুরুগ্রন্থ সাহিব ✓

৬। কে আদি গ্রন্থ (গুরুগ্রন্থ সাহিব) গ্রন্থটি সংকলিত করেছেন?
(ক) গুরু নানক
(খ) গুরু অর্জুনদেব
(গ) গুরু হরগোবিন্দ সিং
(ঘ) গুরুগোবিন্দ সিং।
উত্তরঃ (খ) গুরু অর্জুনদেব ✓

৭। ‘গুরুগ্রন্থ সাহিব’, ‘জপজী’-র পাশাপাশি অপর কোন্ গ্রন্থে নানকের লেখা স্থান পেয়েছে?
(ক) সুর স্বরাবলি
(খ) কীর্তন সোহিলা
(গ) আভঙ্গ
(ঘ) গোবিন্দ টীকা।
উত্তরঃ (খ) কীর্তন সোহিলা ✓

৮। নানকের স্তবগানগুলি কী নামে পরিচিত?
(ক) ভজন
(খ) দোঁহা
(গ) শবদ
(ঘ) জ্ঞানেশ্বরী।
উত্তরঃ (গ) শবদ ✓

৯। গুরু নানক কোথায় দেহরক্ষা (১৫৩৮/৩৯ খ্রি.) করেছিলেন?
(ক) মক্কায়
(খ) মদিনায়
(গ) দিল্লিতে
(ঘ) কর্তারপুরে।
উত্তরঃ (ঘ) কর্তারপুরে। ✓

১০। নানকের অনুগামীরা কী নামে পরিচিত?
(ক) রামাৎ বৈষ্ণব
(খ) শিখ
(গ) সহজিয়া
(ঘ) নাথ।
উত্তরঃ (খ) শিখ ✓

১১। ‘ওয়াহে গুরু’ কার অনুগামীদের গুরুমন্ত্র?
(ক) কবীরের
(খ) দাদু দয়ালের
(গ) গুরু নানকের
(ঘ) শ্রীমন্ত শংকরদেবের।
উত্তরঃ (গ) গুরু নানকের ✓

১২। ‘এক ওমকার সৎনাম কর্তা পুরখ নির্ভব নির্বৈর, অকালমুরত অজুনি সভাই ভাঙ গুরু প্রসাদ।’- এটি কাদের মন্ত্র?
(ক) কবীরপন্থীদের
(খ) শিখদের
(গ) দাদুপন্থীদের
(ঘ) বৈষ্ণবদের।
উত্তরঃ (খ) শিখদের ✓

১৩। পঞ্চ ‘ক’ কারা ধারণ করেন?
(ক) কবীরপন্থীরা
(খ) রামাৎ বৈষ্ণবরা
(গ) শিখরা
(ঘ) দাদুপন্থীরা।
উত্তরঃ (গ) শিখরা ✓

১৪। শিখদের গুরুর সংখ্যা-
(ক) ৫ জন
(খ) ৮ জন
(গ) ১০ জন
(ঘ) ১২ জন।
উত্তরঃ (গ) ১০ জন ✓

১৫। বল্লভাচার্য এবং তাঁর পুত্র বিঠলনাথের আটজন শিষ্যকে বলা হত-
(ক) ষড় গোস্বামী
(খ) অষ্টচাপ
(গ) শ্রীবৈষ্ণব
(ঘ) বারকরী।
উত্তরঃ (খ) অষ্টচাপ ✓

১৬। নিম্নের কোন্ সাধক অষ্টচাপের অন্তর্ভুক্ত ছিলেন?
(ক) শ্রীচৈতন্য
(খ) তুলসীদাস
(গ) দাদু দয়াল
(ঘ) সুরদাস।
উত্তরঃ (ঘ) সুরদাস। ✓

১৭। ‘Blind Bard of Agra’ বলা হয়-
(ক) সুরদাসকে
(খ) তুলসীদাসকে
(গ) জ্ঞানদেবকে
(ঘ) নামদেবকে।
উত্তরঃ (ক) সুরদাসকে ✓

১৮। কত খ্রিস্টাব্দে সুরদাস বল্লভাচার্যের কাছে শিষ্যত্ব গ্রহণ করেছিলেন?
(ক) ১৫০৩ খ্রিস্টাব্দে
(খ) ১৫০৯ খ্রিস্টাব্দে
(গ) ১৫১১ খ্রিস্টাব্দে
(ঘ) ১৫৩০ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (খ) ১৫০৯ খ্রিস্টাব্দে ✓

১৯। সুরসাগর’, ‘সুর স্বরাবলি’, ‘সাহিত্য লহরী’ গ্রন্থগুলি কার লেখা?
(ক) বল্লভাচার্য
(খ) বিঠলনাথ
(গ) সুরদাস
(ঘ) জ্ঞানদেব।
উত্তরঃ (গ) সুরদাস ✓

২০। ‘প্রভু মোহে অবগুণ চিত না ধরো’ – সংগীতটির রচয়িতা হলেন-
(ক) শঙ্করদেব
(খ) সুরদাস
(গ) কবীর
(ঘ) মীরাবাঈ।
উত্তরঃ (খ) সুরদাস ✓

২১। বল্লভাচার্যের (১৪৭৯-১৫৩০/১৫৩১ খ্রি.) দর্শন কী নামে পরিচিত?
(ক) অদ্বৈতবাদ
(খ) শুদ্ধাদ্বৈতবাদ
(গ) দ্বৈতাদ্বৈতবাদ
(ঘ) দ্বৈতবাদ।
উত্তরঃ (খ) শুদ্ধাদ্বৈতবাদ ✓

২২। বল্লভাচার্য কোন্ দেবতার উপাসক ছিলেন?
(ক) রাম
(খ) শ্রীকৃষ্ণ
(গ) সূর্যদেব
(ঘ) শিব।
উত্তরঃ (খ) শ্রীকৃষ্ণ ✓

২৩। কে বলেছেন, ‘ঈশ্বরের অনুগ্রহ পাওয়ার জন্য দৈহিক সুখস্বাচ্ছন্দ্য বর্জনের প্রয়োজন নেই’?
(ক) মীরাবাঈ
(খ) মাধবাচার্য
(গ) বল্লভাচার্য
(ঘ) নানক।
উত্তরঃ (গ) বল্লভাচার্য ✓

২৪। কে পুষ্টিমার্গের প্রবর্তন করেছিলেন?
(ক) রামানুজ
(খ) বল্লভাচার্য
(গ) নিম্বার্ক
(ঘ) মাধ্ব।
উত্তরঃ (খ) বল্লভাচার্য ✓

২৫। বল্লভাচার্য প্রদত্ত ব্রত্নসূত্রের ভাষ্যগুলি কী নামে পরিচিত?
(ক) আভঙ্গ
(খ) জপজী
(গ) অনুভাষ্য
(ঘ) বীজক।
উত্তরঃ (গ) অনুভাষ্য ✓

২৬। কৃষ্ণাশ্রয় চতুশ্লোক’, ‘কৃষ্ণ প্রেমাস্ত’, ‘কৃষ্ণাষ্টিকা’ গ্রন্থত্রয়ীর রচনাকার কে?
(ক) কবীর
(খ) গুরু নানক
(গ) তুলসীদাস
(ঘ) বল্লভাচার্য।
উত্তরঃ (ঘ) বল্লভাচার্য। ✓

২৭। ‘গোকুল গোঁসাইজী’ নামে কে অভিহিত হতেন?
(ক) বিঠলনাথ
(খ) বল্লভাচার্য
(গ) চৈতন্য মহাপ্রভু
(ঘ) নিত্যানন্দ।
উত্তরঃ (ক) বিঠলনাথ ✓

২৮। বল্লভাচার্যের শিষ্য হিত হরিবংশ কোন্ সম্প্রদায়টি প্রতিষ্ঠা করেছিলেন?
(ক) রামাৎ বৈষ্ণব
(খ) রুদ্র সম্প্রদায়
(গ) রাধা-বল্লভী
(ঘ) বড়কলই।
উত্তরঃ (গ) রাধা-বল্লভী ✓

২৯। বিঠলনাথ এবং তাঁর ৮৪ জন প্রধান শিষ্য দ্বারা প্রতিষ্ঠিত সম্প্রদায়টি হল-
(ক) রাধা-বল্লভী
(খ) রামাৎ বৈষ্ণব
(গ) ব্রহ্ম
(ঘ) রুদ্র।
উত্তরঃ (ঘ) রুদ্র। ✓

কোন্ ভক্তিবাদী সাধক রামানন্দের শিষ্য নরহরিদাসের কাছে ভক্তিবাদে দীক্ষিত হয়েছিলেন?
(ক) বল্লভাচার্য
(খ) তুলসীদাস
(গ) মীরাবাঈ
(ঘ) শ্রীচৈতন্য।
উত্তরঃ (খ) তুলসীদাস ✓

৩০। তুলসীদাস (১৫১১-১৬২৩ খ্রিস্টাব্দ) প্রণীত কোন্ গ্রন্থটিকে প্রেম ও ভক্তির এক অনন্যসাধারণ নিদর্শন বলা হয়ে থাকে?
(ক) মহাভারত
(খ) রামচরিতমানস
(গ) বিনয় পত্রিকা
(ঘ) গীতাবলী।
উত্তরঃ (খ) রামচরিতমানস ✓

৩১। ‘গীতাবলী’, ‘বিনয় পত্রিকা’, ‘জানকীমঙ্গল’ গ্রন্থগুলির রচয়িতা হলেন-
(ক) সন্ধ্যাকর নন্দী
(খ) তুলসীদাস
(গ) নামদেব
(ঘ) জ্ঞানদেব।
উত্তরঃ (খ) তুলসীদাস ✓

৩২। ‘আমি হিন্দু হতে চাই না, মুসলিমও হতে চাই না, আমি শুধু চাই দয়াময়কে’- কথাটি কার?
(ক) মীরাবাঈ
(খ) দাদু দয়াল
(গ) তুলসীদাস
(ঘ) সুরদাস।
উত্তরঃ (খ) দাদু দয়াল ✓

কবি ও ভক্তিসাধক দাদুর অনুগামীরা কী নামে পরিচিত?
(ক) দাদু দয়াল
(খ) দাদুপন্থী
(গ) দয়াপন্থী
(ঘ) দাদু পথ।
উত্তরঃ (খ) দাদুপন্থী ✓

৩৩। আকবরের সভাসদ ভগবানদাস কার কাছে দীক্ষা নিয়েছিলেন?
(ক) কবীর
(খ) গুরু নানক
(গ) দাদু দয়াল
(ঘ) জ্ঞানদেব।
উত্তরঃ (গ) দাদু দয়াল ✓

৩৪। সুন্দর দাস, রজ্জব দাস প্রমুখ কার শিষ্য ছিলেন?
(ক) গুরু নানক
(খ) দাদু দয়াল
(গ) নামদেব
(ঘ) শ্রীচৈতন্য।
উত্তরঃ (খ) দাদু দয়াল ✓

৩৫। ষোড়শ শতকে ভারতের সর্বশ্রেষ্ঠ ভক্তিবাদী সাধিকা ছিলেন-
(ক) আণ্ডাল
(গ) ঝালি
(খ) আম্মাইয়ার
(ঘ) মীরাবাঈ।
উত্তরঃ (ঘ) মীরাবাঈ ✓

৩৬। ভক্তিসাধিকা মীরাবাঈ-এর আরাধ্য দেবতা ছিলেন-
(ক) রাম
(গ) গিরিধারী গোপাল
(খ) বিষ্ণু
(ঘ) শিব।
উত্তরঃ (গ) গিরিধারী গোপাল ✓

৩৭। কিংবদন্তি মতে, মীরাবাঈ-এর আধ্যাত্মিক গুরু কে ছিলেন?
(ক) রবিদাস
(খ) কবীর
(গ) জীব গোস্বামী
(ঘ) বল্লভ।
উত্তরঃ (ক) রবিদাস ✓

৩৮। নৃত্য ও গীতের মাধ্যমে মীরাবাঈ গিরিধারী গোপালকে কী রূপে আরাধনা করতেন?
(ক) শিষ্যরূপে
(খ) পতিরূপে
(গ) পুত্ররূপে
(ঘ) গুরুরূপে।
উত্তরঃ (খ) পতিরূপে ✓

৩৯। মীরাবাঈ-এর শেষজীবন কোথায় কেটেছিল?
(ক) বৃন্দাবনে
(খ) রাজস্থানে
(গ) দ্বারকায়
(ঘ) গুজরাটে।
উত্তরঃ (গ) দ্বারকায় ✓

৪০। মীরাবাঈ-এর জীবনসংক্রান্ত কোন্ গ্রন্থে ১৪২টি ভজনের উল্লেখ রয়েছে?
(ক) সুরসাগর
(খ) গীতগোবিন্দ
(গ) মীরামাধুরী
(ঘ) সুর স্বরাবলি।
উত্তরঃ (গ) মীরামাধুরী ✓

৪১। কোন্ ভক্তিসাধিকা বল্লভ ও শ্রীচৈতন্যের ভক্তিবাদের অনুগামী ছিলেন?
(ক) কারাইক্কল আম্মাইয়ার
(খ) মীরাবাঈ
(গ) আন্ডাল
(ঘ) ঝালি।
উত্তরঃ (খ) মীরাবাঈ ✓

৪২। মহারাষ্ট্রে কোন্ সম্প্রদায় সর্বাধিক জনপ্রিয় ছিল?
(ক) বারকরী
(খ) ধারকরী
উত্তরঃ (ক) বারকরী ✓

৪৩। ‘বারকরী’ কথার অর্থ কী?
(ক) মুক্তিলাভ
(গ) তীর্থযাত্রার পথ
(গ) মহানুভব
(ঘ) তামিলনাডু।
উত্তরঃ (গ) তীর্থযাত্রার পথ ✓

৪৪। বারকরীদের উপাস্য দেবতা বিল বা বিষ্ঠু আসলে কোন্ দেবতা?
(ক) শিব
(খ) ব্রহ্মা
(গ) বিষ্ণু
(ঘ) ইন্দ্র।
উত্তরঃ (গ) বিষ্ণু ✓

৪৫। ‘ত্রয়োদশ শতকে বিঠোবা উপাসনাকে কেন্দ্র করে বৈঘ্নব ধর্ম জনপ্রিয় হয়ে উঠেছিল’-এটি কার উক্তি?
(ক) তারাচাঁদ
(গ) ডি আর ভাণ্ডারকর
(খ) গ্রিয়ারসন
(ঘ) ইউসুফ হোসেন।
উত্তরঃ (গ) ডি আর ভাণ্ডারকর ✓

৪৬। ১২৭০ খ্রিস্টাব্দের শিলালেখ থেকে পন্ধারপুরের অপর নাম হিসেবে যে পান্ডুরঙ্গ জায়গাটির কথা পাওয়া যায়, তা কোন্ দেবতাকে নির্দেশ করে?
(ক) রঙ্গনাথ
(খ) রুদ্র বা শিব
(গ) কার্তিকেয়
(ঘ) দুর্গা।
উত্তরঃ (খ) রুদ্র বা শিব ✓

৪৭। ত্রয়োদশ শতকে মহারাষ্ট্রে সর্বপ্রথম কে ভক্তি আন্দোলনের সূত্রপাত ঘটিয়েছিলেন?
(ক) একনাথ
(খ) জ্ঞানদেব
(গ) তুকারাম
(ঘ) নামদেব।
উত্তরঃ (খ) জ্ঞানদেব ✓

৪৮। কে বলতেন, ‘ভক্তির সঙ্গে জ্ঞান, কর্ম, সাধনা ও আনুগত্যের সমন্বয় ঘটলে সাধক ঈশ্বরমুখী হতে পারেন। এজন্য নির্জন সাধনার দরকার নেই। সাধক ভক্তি সহকারে মান, যশ, ক্রোধ, গর্ব ঈশ্বরের পায়ে সমর্পণ করতে পারলেই পরম শান্তির অধিকারী হতে পারেন।’
(ক) তুকারাম
(খ) একনাথ
(গ) জ্ঞানেশ্বর
(ঘ) নিবৃত্তিনাথ।
উত্তরঃ (গ) জ্ঞানেশ্বর ✓

৪৯। জ্ঞানদেবের পরবর্তীতে মহারাষ্ট্রের বারকরী আন্দোলনের শ্রেষ্ঠ প্রচারক কে ছিলেন?
(ক) তুকারাম
(খ) রামদাস
(গ) নামদেব
(ঘ) একনাথ।
উত্তরঃ (গ) নামদেব ✓

৫০। মহারাষ্ট্রের ভক্তিসাধক নামদেব (আনুমানিক ১২৭০-১৩৫০ খ্রি.) পেশায় ছিলেন-
(ক) তাঁতি
(খ) দর্জি
(গ) কসাই
(ঘ) জোলা।
উত্তরঃ (খ) দর্জি ✓

৫১। ‘হিন্দু-মুসলমান সকলেই অন্ধ। রাম ও রহিমে কোনও পার্থক্য নেই’ – কে বলেছেন?
(ক) জ্ঞানদেব
(খ) নামদেব
(গ) তুকারাম
(ঘ) রামদাস।
উত্তরঃ (খ) নামদেব ✓

৫২। মহারাষ্ট্র তথা সমগ্র ভারতে মহান ভক্তিকাব্যের শ্রেষ্ঠ কবি ছিলেন-
(ক) নামদেব
(খ) একনাথ
(গ) তুকারাম
(ঘ) রামদাস।
উত্তরঃ (গ) তুকারাম ✓

৫৩। তুকারাম (১৫৯৮/১৬০৮-১৬৫০ খ্রি.) কোথায় জন্মগ্রহণ করেন?
(ক) পুনা
(খ) সাতারা
(গ) নাসিক
(ঘ) আপেগাঁও।
উত্তরঃ (ক) পুনা ✓

৫৪। ভক্তিসাধক তুকারাম কোন্ শাসকের সমসাময়িক ছিলেন?
(ক) আলাউদ্দিন খলজি
(গ) বাবর
(খ) মহম্মদ বিন তুঘলক
(ঘ) জাহাঙ্গির।
উত্তরঃ (ঘ) জাহাঙ্গির। ✓

৫৫। তুকারাম রচিত ভক্তিকাব্যগুলি কী নামে পরিচিত?
(ক) দাসবোধ
(গ) একনাথী ভাগবত
(খ) আভঙ্গ
(ঘ) শ্রীশিক্ষাষ্টক।
উত্তরঃ (খ) আভঙ্গ ✓

৫৬। রামের উপাসক রামদাস মঠ নির্মাণ করেছিলেন-
(ক) ১০০-৩৩০ টি
(খ) ২৫০-৫০০ টি
(গ) ৪৫০-৭০০ টি
(ঘ) ৭০০-১১০০ টি।
উত্তরঃ (ঘ) ৭০০-১১০০ টি। ✓

৫৭। ‘দাসবোধ’ গ্রন্থটি কার লেখা?
(ক) জ্ঞানেশ্বর
(খ) একনাথ
(গ) রামদাস
(ঘ) নামদেব।
উত্তরঃ (গ) রামদাস ✓

৫৮। বাংলার ‘ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র’ বলা হত-
(ক) কলকাতাকে
(খ) বীরভূমকে
(গ) নবদ্বীপকে
(ঘ) কোচবিহারকে।
উত্তরঃ (গ) নবদ্বীপকে ✓

৫৯। পূর্ব ভারতে ভক্তিবাদের একজন প্রচারক তথা বাংলার মানবতাবাদী ভক্তিবাদের প্রাণপুরুষ ছিলেন-
(ক) শ্রীচৈতন্যদেব
(খ) কবীর
(গ) মাধবাচার্য
(ঘ) মীরাবাঈ।
উত্তরঃ (ক) শ্রীচৈতন্যদেব ✓

৬০। বিশ্বম্ভর, গৌরাঙ্গ, নিমাই নামে কে পরিচিত?
(ক) নিত্যানন্দ
(খ) জগাই
(গ) শ্রীচৈতন্য
(ঘ) নামদেব।
উত্তরঃ (গ) শ্রীচৈতন্য

৬১। চৈতন্যদেব (১৪৮৬-১৫৩৩ খ্রি.) ২২ বছর বয়সে গয়ায় কার কাছে কৃষ্ণমন্ত্রে দীক্ষালাভ করেছিলেন?
(ক) তোতাপুরীর কাছে
(খ) ঈশ্বরপুরীর কাছে
(গ) অদ্বৈতাচার্যের কাছে
(ঘ) চন্দ্রশেখরের কাছে।
উত্তরঃ (খ) ঈশ্বরপুরীর কাছে ✓

__________________________

আরও পড়ুন : ইতিহাস প্রথম অধ্যায় : পর্যটকদের দৃষ্টিতে ভারত MCQ

আরও পড়ুন : বিড়াল প্রবন্ধ MCQ প্রশ্ন উত্তর

আরও পড়ুন : পুঁইমাচা গল্পের MCQ প্রশ্ন উত্তর

Leave a Comment