বিকাশের আর্থসামাজিক অবস্থা, ভৌগোলিক পরিবেশগত এবং শিক্ষা ও প্রশিক্ষণগত শর্ত সম্পর্কে লেখো
(1) আর্থসামাজিক অবস্থা
আর্থসামাজিক অবস্থা মানবজীবনের বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। যেমন-
আর্থিক অবস্থা: আমাদের দেশের অনেক মানুষের আর্থিক অবস্থা খুবই খারাপ অর্থাৎ এরা বেশ দারিদ্র্যের মধ্যে বাস করে। কিছু মানুষ রয়েছে যারা চরম দরিদ্র্য না হলেও কোনোরকমে দিন কাটায়। আবার অধিকাংশ মানুষজন মোটামুটি সচ্ছল এবং খুব অল্পসংখ্যক মানুষজন রয়েছে, যারা অত্যন্ত বিত্তশালী।
যেসব শিশুরা চরম দারিদ্র্যের মধ্যে মানুষ হয়েছে তারা ঠিকমতো অন্ন, বস্ত্র বা বাসস্থানের ব্যবস্থা করতে পারে না। সেই পরিবারের শিশুদের বৌদ্ধিক, সামাজিক, মানসিক বিকাশের তেমন উন্নয়ন ঘটে না। যারা মোটামুটিভাবে বেঁচে থাকতে পারে তাদের বিভিন্ন বিকাশের ক্ষেত্রে আর্থিক সমস্যা অন্তরায় হয়ে দাঁড়ায়। যাঁরা অর্থনৈতিক দিক থেকে সচ্ছল তাদের শিশুরা পড়াশোনার যথাযথ সুযোগ পায় ফলে তাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের বিকাশ হতে তেমন বাধা থাকে না। আবার যারা অত্যন্ত বিত্তশালী তাদের ছেলে-মেয়েরা উচ্চমানের শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ে, ফলে তারা আর্থিক ও সামাজিক সবদিক থেকে সুযোগ-সুবিধা ভোগ করে এবং তাদের সন্তানের সবধরনের বিকাশে কোনো বাধা সৃষ্টি হয় না। তবে বর্তমানে দেখা যায় এই ধরনের বিত্তশালীর আর্থিক ও সামাজিক প্রতিপত্তি থাকায় সেই সুযোগকে বিভিন্ন অপরাধমূলক কাজে লাগাচ্ছে, ফলে অধিক অর্থ ও সামাজিক সংগতি বিকাশের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়ায়। তাই দেখা যায় দারিদ্র্যও যেমন বিকাশের ক্ষেত্রে অন্তরায় হয় তেমনই অধিক বিত্তশালী ও সামাজিক অবস্থাও অনেকসময় বিকাশের ক্ষেত্রে অন্তরায় হয়। তবে সবসময় অর্থনৈতিক অবস্থা বা সামাজিক অবস্থান যে বিকাশে বাধা সৃষ্টি করছে, তাই নয় এর জন্য দরকার মূল্যবোধের। অর্থাৎ কারও অর্থনৈতিক বা সামাজিক অবস্থান যাই হোক-না-কেন যদি তাদের মধ্যে যথাযথ মূল্যবোধ থাকে তবে, বিকাশ যথাযথ হতে পারে। অর্থনৈতিক কারণে সঠিক বৌদ্ধিক বিকাশ যথাযথ না হলেও অন্যান্য বিকাশ ঘটতে পারে।
(2) ভৌগোলিক পরিবেশ
ভৌগোলিক পরিবেশ বিকাশের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একই বয়সের একটি শিশু গ্রামাঞ্চলে এবং অপর একটি শিশু শহরাঞ্চলে বাস করছে এক্ষেত্রে সুযোগ-সুবিধার পার্থক্যের জন্য দুটি শিশুর বিকাশের মধ্যে পার্থক্য দেখা যায়। আবার পাহাড়ি, সমতল, সমুদ্রতীরবর্তী অঞ্চলের শিশুদের পরিবেশের ভিন্নতার জন্য তাদের বিকাশগত পার্থক্য লক্ষ করা যায়। দেশের পার্থক্যের ভিত্তিতে পরিবেশগত পার্থক্য হওয়ার জন্য বিকাশগত পার্থক্য দেখা যায়। আবার বিভিন্ন ধরনের প্রাকৃতিক ঘটনা যেমন- বন্যা, ঝড়, ভূমিকম্প ইত্যাদি বিকাশের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়ায়।
(3) শিক্ষা ও প্রশিক্ষণ
প্রতিটি শিশুর মধ্যে বিভিন্ন ধরনের সম্ভাবনা থাকে। এই সম্ভাবনাসমূহের যথাযথ বিকাশের জন্য প্রয়োজন যথাযথ শিক্ষা ও প্রশিক্ষণ। এই কারণে শিক্ষার ক্ষেত্রে প্রথম ধাপ হল শিক্ষার্থীদের মধ্যে কী ধরনের সম্ভাবনা রয়েছে, সেগুলি অনুসন্ধান করা এবং সেই অনুযায়ী তাদের শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা। যেমন- একজন শিক্ষার্থীর মধ্যে গায়ক হওয়ার সম্ভাবনা রয়েছে, তাকে যদি সেই অনুযায়ী শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়া সম্ভব হয় তবে সেই শিক্ষার্থী ভবিষ্যতে গায়ক হতে পারে। তাই শিক্ষা ও প্রশিক্ষণ শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ শর্ত।