মনোবিদ জোন্স (Jones)-এর মতে বৃদ্ধি কী? বৃদ্ধির নীতিগুলি সম্পর্কে লেখো

মনোবিদ জোন্স (Jones)-এর মতে বৃদ্ধি কী? বৃদ্ধির নীতিগুলি সম্পর্কে লেখো

জীবনের প্রতি মুহূর্তে ব্যক্তির পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তন প্রক্রিয়ার একটি রূপ হল বৃদ্ধি। এটি একটি সাময়িক প্রক্রিয়া। যখন বলি শিশুটির বৃদ্ধি হয়েছে, তখন তার হাত, পা, দেহের কাঠামো লম্বায় বেড়েছে- এইটুকুই বোঝাতে চাই। মনোবিদ জোন্স (Jones)-এর মতে, “দেহের উচ্চতা ও ওজন বেড়ে যাওয়াই হল বৃদ্ধি।”

বৃদ্ধির নীতিসমূহ

বৃদ্ধির বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে এর নীতিগুলি হল-

(1) নিরবচ্ছিন্নতার নীতি: ভূমিষ্ঠ হওয়ার পর থেকে শিশু স্বাভাবিকভাবে বাড়তে থাকে, তবে একটি নির্দিষ্ট বয়সে পৌঁছানোর পর বৃদ্ধি বন্ধ হয়ে যায়।

(2) পরিবর্তনশীলতার নীতি: সকল শিশুর বৃদ্ধি একইরকম হয় না। কোনো শিশুর বৃদ্ধির হার অপেক্ষাকৃত বেশি আবার কারও বৃদ্ধির হার কম। জন্মের সময় শিশুদের মধ্যে ওজনগত পার্থক্য দেখা যায়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ওজনের পরিবর্তনের হার একইরকম হয় না।

(3) সাধারণ থেকে নির্দিষ্ট দিকের নীতি: সমগ্র বিশ্বের শিশুর ক্ষেত্রে কয়েকটি সর্বজনীনতা লক্ষ করা যায়। জন্মের পর প্রতিটি স্বাভাবিক শিশু কাঁদে, হাত-পা নাড়তে থাকে, হাসে, হামাগুড়ি দেয়, হাঁটতে শেখে তারপর দৌড়ায় অর্থাৎ সাধারণ থেকে নির্দিষ্ট দিকে এগিয়ে যায়।ওয়ানি

(4) অভিযোজনের নীডি: ব্যক্তির অভ্যন্তরীণ এবং বাহ্যিক জীবনের নানান উপাদানের পারস্পরিক অভিযোজনের মাধ্যমে ব্যক্তির বৃদ্ধি প্রক্রিয়া এগিয়ে যায়।

(5) বিকাশের নীতি: বৃদ্ধি হল একটি সুনির্দিষ্ট লক্ষ্যে শিশুর বিকশিত হওয়ার প্রতিক্রিয়া। নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য মানুষের শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে। শিশুদের যথাযথ বৃদ্ধি হলে শিশু বা ব্যক্তির বিভিন্ন দিকের যথাযথ বিকাশ সম্ভব হয়।

(6) নির্ভরশীলতা: শিশুর প্রতিটি স্তরের বৃদ্ধি আগের স্তরের উপর নির্ভর করে।

(7) অনুশীলনের নীতি: অনুশীলনের মাধ্যমে দৈহিক কাঠামোগত পরিবর্তন ঘটে এবং এর ফলে আকার, আয়তন ও ওজনগত পরিবর্তন ঘটে।

(৪)  মিথস্ক্রিয়ার নীতি: বংশধারা ও পরিবেশের মধ্যে মিথস্ক্রিয়ার ফলে বৃদ্ধি ঘটে।

আরও পড়ুন – মনোবিজ্ঞানে অনুসন্ধানের পদ্ধতিসমূহ প্রশ্ন উত্তর

Leave a Comment