বিকাশ বৃক্ষ (Development Tree) কী? বিকাশের বিভিন্ন তত্ত্বগুলি সংক্ষেপে লেখো
বিকাশ বৃক্ষ
UNICEF 1990 সালে রোমে বৃদ্ধি ও বিকাশ সংক্রান্ত একটি কর্মশালার আয়োজন করেন। ওই কর্মশালায় শিশুর বৃদ্ধি ও বিকাশের ক্ষেত্রে শিশুর অধিকারগুলিকে একটি বৃক্ষের মাধ্যমে প্রকাশ করা হয়েছিল, সেটি বিকাশ বৃক্ষ নামে পরিচিত। বৃক্ষের তিনটি অংশ রয়েছে। যথা- মূল, 2 কাণ্ড, ও শাখা- প্রশাখা।
(1) মূল: মূল অংশটি শিশুর প্রাথমিক চাহিদা যেমন- খাদ্য, জল, পুষ্টি, পরিবার, সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্য (স্বাস্থ্য শিক্ষা, স্বাস্থ্য সচেতনতা, রোগ প্রতিরোধ) ইত্যাদি নিয়ে গঠিত হয়।
(2) কান্ড: কান্ড দ্বারা শিশুর অস্তিত্ব ও বিকাশের অধিকার বোঝানো হয়েছে। এই অধিকারগুলি হল- আইনি নিরাপত্তার অধিকার, সুষম বৃদ্ধির অধিকার, বাল্যের অধিকার ইত্যাদি দ্বারা শিশুর সামাজিক ও অর্থনৈতিক বিকাশকে গুরুত্ব দেওয়া হয়েছে।
(3) শাখা-প্রশাখা: শাখা-প্রশাখা দ্বারা শিশুদের অন্যান্য বিভিন্ন ধরনের অধিকার যেমন- শিক্ষা, খেলাধুলা, শিল্পকলা, মতপ্রকাশের স্বাধীনতা, বিভিন্ন ধরনের কাজে অংশগ্রহণ, সাম্যের, সমসুযোগের, সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা, জীবনের মানের উপর পরিবেশের প্রভাব, সন্ত্রাসের পরিস্থিতিতে শান্তি রক্ষা ইত্যাদিকে বোঝানো হয়েছে। সুতরাং বিকাশ বৃক্ষ দ্বারা UNICEF বোঝাতে চেয়েছে একটি শিশুকে যথাযথরূপে মানুষ করে তুলতে বিভিন্ন ধরনের অধিকারবোধ সম্পর্কে সচেতন করে তুলতে হবে। তবেই বিকাশের সামগ্রিক দিক বজায় থাকবে।
বিকাশের বিভিন্ন তত্ত্বসমূহ
বিকাশের বিভিন্ন তত্ত্ব রয়েছে, সেগুলি হল-
(1) পিয়াজের জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব: এই তত্ত্বে চারটি স্তর রয়েছে।
- সংবেদন-সঞ্চালনমূলক স্তর (জন্ম থেকে 18 বা 24 মাস)
- প্রাক্-সক্রিয়তার স্তর (2 বছর থেকে 7 বছর)
- মূর্ত সক্রিয়তার স্তর (7 বছর থেকে 11 বছর)
- যৌক্তিক সক্রিয়তার স্তর (11 বছর থেকে 18 বছর)।
(2) কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্ব: কোহলবার্গ নৈতিক বিকাশের ও টি পর্যায়ের কথা বলেছেন। যথা-
- প্রাক্-প্রথাগত পর্যায় (4 বছর থেকে 10 বছর)
- প্রথাগত পর্যায় (10 বছর থেকে 13 বছর)
- উত্তর-প্রথাগত পর্যায় (13 বছর ও তার বেশি বয়স)।
(3) এরিকসনের মানাসামাজিক বিকাশের ভত্ত্ব: মনোসামাজিক বিকাশের চারটি পর্যায় রয়েছে। যথা-
- প্রারম্ভিক পর্যায়- প্রথম স্তর (0-1 বছর), দ্বিতীয় স্তর (1-3 বছর), তৃতীয় স্তর (4-5 বছর)
- মধ্যবর্তী পর্যায় – চতুর্থ স্তর (6-11 বছর)
- কৈশোর পর্যায়- পঞ্চম স্তর (12-18 বছর)
- পরবর্তী পর্যায় – ষষ্ঠ স্তর (18-35 বছর), সপ্তম স্তর (35-65 বছর), অষ্টম স্তর (65 বছরের ঊর্ধ্বে)।
(4) পিয়াজের নৈতিক বিকাশের ভত্ত্ব:
- নৈতিক মান অনুযায়ী নিয়ন্ত্রিত নয় (0-5 বছর)
- নৈতিক আচরণ দ্বারা নিয়ন্ত্রিত-বাহ্যিক কর্তৃত্ব (5-9 বছর)
- নৈতিক আচরণ-সহমত (9-13 বছর)
- যুক্তি, ন্যায়বিচার-নৈতিক আচরণ (13-18 বছর)।