পর্যবেক্ষণের তথ্য সংগ্রহকারী উপকরণগুলি (Tools of Observation) উল্লেখ করো

পর্যবেক্ষণের তথ্য সংগ্রহকারী উপকরণগুলি (Tools of Observation) উল্লেখ করো

পর্যবেক্ষণের মাধ্যমে তথ্য সংগ্রহের জন্য বিভিন্ন প্রকার উপকরণ ব্যবহৃত হয়। নিম্নে পর্যবেক্ষণে ব্যবহৃত কয়েকটি উপকরণ সম্বন্ধে আলোচনা করা হল-

(1) হ্যাঁ-না তালিকা

কতকগুলি উপাদান, বৈশিষ্ট্য, আচরণ ও কারণের তালিকা এতে থাকে। কোনো ঘটনা বা বিষয়বস্তু বা মানুষের মধ্যে উক্ত বিষয়গুলির উপস্থিতি থাকলে হ্যাঁ-সূচক এবং অনুপস্থিত থাকলে না-সূচক চিহ্ন দিয়ে তালিকাটি পূরণ করা হয়।

(2) স্কোর বোর্ড

ইহাও একটি তালিকা।

(3) স্কেল স্পেশিমেন

বিজ্ঞান গবেষণাগারে নমুনা হিসেবে ব্যবহৃত স্কেল।

(4) রেটিং স্কেল

কোনো বৈশিষ্ট্য, উপাদান ও আচরণের মাত্রা নির্ণয়ের জন্য রেটিং স্কেলে পর্যবেক্ষণ লিপিবদ্ধ করা হয়। 

(5) ঘটনার দলিল বা বস্তু বিশ্লেষণ

ঘটনা সম্বলিত দলিল পত্র, স্থাপত্য, ধ্বংসাবশেষ ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ করে লিপিবদ্ধ করা হয়।

(6) চিত্র ও মানচিত্রের মাধ্যমে

যে বস্তু, ঘটনা বা বিষয় সম্পর্কে পর্যবেক্ষণ করা হয় তা যদি মূর্ত হয় তবে তা চিত্র বা মানচিত্রে প্রকাশ করা যায়।

আরও পড়ুন –

১। অনুসন্ধান পদ্ধতি কী? মনোবৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতির লক্ষ্যগুলি কী কী?

২। অনুসন্ধানের পর্যায়গুলি আলোচনা করো।

৩। সংক্ষেপে মনোবৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতিগুলি আলোচনা করো। মনোবিজ্ঞানে অনুসন্ধান পদ্ধতির প্রয়োজনীয়তা লেখো।

৪। পর্যবেক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।

৫। পর্যবেক্ষণ পদ্ধতির প্রকারভেদ সংক্ষেপে আলোচনা করো।

৬। অংশগ্রহণকারী পর্যবেক্ষণের সুবিধা ও অসুবিধা আলোচনা করো।

৭। অংশগ্রহণকারী নয় পর্যবেক্ষণের সুবিধা ও অসুবিধা আলোচনা করো।

৮। পর্যবেক্ষণ পদ্ধতিকে উন্নত করার জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন?

৯। একটি আদর্শ পর্যবেক্ষণের বৈশিষ্ট্য বা গুণাবলি সম্পর্কে লেখো।

Leave a Comment