জাপানি সংস্কৃতির উপর শিন্টো ধর্মের প্রভাব সম্পর্কে লেখো

জাপানি সংস্কৃতির উপর শিন্টো ধর্মের প্রভাব সম্পর্কে লেখো

অথবা, জাপানে শিন্টো ধর্মের প্রভাব কী কী লেখো

জাপানি সংস্কৃতির উপর শিন্টো ধর্মের প্রভাব সম্পর্কে লেখো
জাপানি সংস্কৃতির উপর শিন্টো ধর্মের প্রভাব সম্পর্কে লেখো

জাপানি সংস্কৃতির উপর শিন্টো ধর্মের প্রভাব

শিন্টো ধর্ম হল জাপানের আদি ধর্মীয় বিশ্বাস ও অনুশীলন। ব্রিটিশ সমাজতত্ত্ববিদ রোনাল্ড পি ডোর (Ronald P Dore)-এর মতে, জাপানি সংস্কৃতির মূলভিত্তি হল এই শিন্টো ধর্ম। জাপানের সংস্কৃতির উপর শিন্টো ধর্মের প্রভাবগুলি নিম্নরূপ-

(1) কামির বিশ্বাস: শিন্টো ধর্মের মূলে রয়েছে কামি বা ঐশ্বরিক শক্তির বিশ্বাস। বিভিন্ন প্রাকৃতিক উপাদান, স্থান, পূর্বপুরুষের মধ্যে এই কামি বিদ্যমান। এই ধারণা থেকে প্রভাবিত হয়েই জাপানিদের জীবনে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে কামির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হয়।

(2) মাৎসুরি: শিন্টো ধর্মের কামির ধারণার উপর ভিত্তি করেই জাপানের বিভিন্ন অঞ্চলে বছরের বিভিন্ন সময়ে মাৎসুরি উৎসব পালিত হয়ে থাকে। বর্তমানে এটি জাপানের ঐতিহ্যবাহী সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত।

(3) সৌন্দর্যবোধ: শিন্টো সাধকেরা প্রকৃতির পূজারি। তাঁদের এই বিশ্বাস থেকেই জাপানিদের মধ্যে প্রকৃতির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার বোধ জন্মেছে। গড়ে উঠেছে সৌন্দর্যবোধ। এই সৌন্দযর্বোধই প্রতিফলিত হয়েছে সেদেশের স্থাপত্য ও শিল্পকলায়।

(4) পবিত্রতা ও শুদ্ধি: পবিত্রতা ও শুদ্ধি হল শিন্টো ধর্মের অপর এক গুরুত্বপূর্ণ ধারণা। এর প্রভাবে জাপানিরা তাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে পরিষ্কার-পরিচ্ছন্নতা, শৃঙ্খলার উপর গুরুত্ব আরোপ করে।

(5) শিল্প-স্থাপত্য: শিন্টো ধর্মের মন্দির বা জিনজাগুলি হল জাপানি স্থাপত্যের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। প্রাকৃতিক উপাদানের সঙ্গে সামঞ্জস্য রেখেই এগুলি নির্মিত হয়েছে। অন্যদিকে সেদেশে চা অনুষ্ঠান, ফুল সাজানোর শিল্প (ইকেবানা) শিন্টো ধর্ম ও দর্শন থেকেই অনুপ্রাণিত। এ ছাড়া নানা পৌরাণিক কাহিনি ও কামিকে কেন্দ্র করে অঙ্কিত চিত্রগুলি শিন্টো শিল্পকলার এক অনন্য নিদর্শন। সুতরাং, এটা বলাই যায় যে শিন্টো ধর্মের উপরোক্ত প্রভাবগুলি জাপানের সংস্কৃতি ও ঐতিহ্যের অঙ্গ হয়ে উঠেছে। বর্তমানেও জাপানের সংস্কৃতির নানান ক্ষেত্রে শিন্টো ধর্মাদর্শের প্রভাব বিদ্যমান।

(6) রাষ্ট্রনীতি: শিন্টো ধর্মানুযায়ী জাপানের সম্রাট হলেন আমাতেরাসু দেবীর বংশধর। এই চিন্তাধারা দীর্ঘ সময়ব্যাপী সেদেশের সম্রাটকে দিয়েছে ঐশ্বরিক মর্যাদা। পাশাপাশি ঊনবিংশ শতাব্দীর মেইজি পুনরুত্থান (Meiji Restoration)-কালীন সময়ে শিন্টো ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া হলে রাষ্ট্রীয় পর্যায়ে শিন্টো আচার-অনুষ্ঠানগুলি প্রভাব ফেলতে থাকে।

(7) ধর্মীয় উদারতা: জাপানে শিন্টো ধর্ম ছাড়াও বৌদ্ধ ধর্ম, কনফুসীয়বাদের প্রভাব রয়েছে। পাশাপাশি এইসব ধর্মমতের সহাবস্থানের ফলে সমাজে ধর্মীয় উদারতার পরিবেশ সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন – মধ্যযুগীয় ভারতের শিক্ষা প্রশ্ন উত্তর

Leave a Comment