কেস স্টাডির উদ্দেশ্য সম্পর্কে লেখো
উদ্দেশ্য
কেস স্টাডির গুরুত্বপূর্ণ উদ্দেশ্যগুলি হল-
(1) ব্যক্তি বা গোষ্ঠী বা ঘটনা ইত্যাদি বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য সংক্রান্ত তথ্যসংগ্রহ করা।
(2) ব্যক্তি বা গোষ্ঠী বা ঘটনার সামগ্রিক দিক পর্যবেক্ষণ করে মতামত ব্যক্ত করা।
(3) ব্যক্তির ব্যক্তিত্ব বা গোষ্ঠী বা সংগঠন ইত্যাদি কীভাবে গড়ে উঠেছে, তা ব্যাখ্যা করা।
(4) ব্যক্তির বা গোষ্ঠীর উন্নত অভিযোজন সংক্রান্ত ধারণা সংগ্রহ। একটি
(5) অভিজ্ঞ ও পেশাগতভাবে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীর দ্বারা ব্যক্তি বা গোষ্ঠী বা ঘটনা সম্পর্কিত সামগ্রিক তথ্য খুঁটিনাটিভাবে বিশ্লেষণ করে তার সম্পর্কে মতামত দান করা।
(6) Case study প্রকৃতিগতভাবে বিশ্লেষণধর্মী।
(7) বিকাশমূলক দৃষ্টিভঙ্গি রয়েছে Case study-তে।
(8) যিনি Case study করেন (পরামর্শদাতা) তিনি ব্যক্তির দক্ষতা- দুর্বলতা, ক্ষমতা-অক্ষমতা লক্ষ করেন; যার উদ্দেশ্য হল ব্যক্তির সামগ্রিক বিকাশকে সার্থক করে তোলা।
(9) ব্যক্তি বা গোষ্ঠীর আচরণ অনুসন্ধান করা।
(10) ব্যক্তি বা গোষ্ঠী যদি কোনো সমস্যার মধ্যে থাকে তবে তার কারণ অনুসন্ধান করা এবং প্রয়োজনীয় পরামর্শ দান।
(11) ব্যক্তি বা ঘটনা বা গোষ্ঠী ইত্যাদিকে সামগ্রিকভাবে পর্যবেক্ষণ করা। সুতরাং কেস স্টাডি এমন একটি পদ্ধতি যার মাধ্যমে বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠী বা সংগঠন সংক্রান্ত বিভিন্ন তথ্যসংগ্রহ করা, সংগঠিত করা, সমন্বিত করা এবং এর মাধ্যমেই জানা সম্ভব হয় ব্যক্তি বা সংগঠন বা গোষ্ঠী পরিবেশের সাথে কীভাবে অভিযোজন করছে।
আরও পড়ুন –
১। অনুসন্ধান পদ্ধতি কী? মনোবৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতির লক্ষ্যগুলি কী কী?
২। অনুসন্ধানের পর্যায়গুলি আলোচনা করো।
৪। পর্যবেক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
৫। পর্যবেক্ষণ পদ্ধতির প্রকারভেদ সংক্ষেপে আলোচনা করো।
৬। অংশগ্রহণকারী পর্যবেক্ষণের সুবিধা ও অসুবিধা আলোচনা করো।
৭। অংশগ্রহণকারী নয় পর্যবেক্ষণের সুবিধা ও অসুবিধা আলোচনা করো।
৮। পর্যবেক্ষণ পদ্ধতিকে উন্নত করার জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন?
৯। একটি আদর্শ পর্যবেক্ষণের বৈশিষ্ট্য বা গুণাবলি সম্পর্কে লেখো।
১০। পর্যবেক্ষণের তথ্য সংগ্রহকারী উপকরণগুলি (Tools of Observation) উল্লেখ করো।
১১। পর্যবেক্ষণমূলক অনুসন্ধানের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো।
১২। পর্যবেক্ষণ পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি বর্ণনা করো।
১৩। পর্যবেক্ষণ পদ্ধতি কাকে বলে? পর্যবেক্ষণ পদ্ধতির ব্যবহার লেখো।
১৪। পর্যবেক্ষণ পদ্ধতিতে তথ্য সংগ্রহের কৌশলগুলি সংক্ষেপে ‘আলোচনা করো।
১৫। নিজস্ব মতামত প্রকাশের পদ্ধতি কী? নিজস্ব মতামত প্রকাশের পদ্ধতিতে তথ্যসংগ্রহের কৌশলগুলি আলোচনা করো।
১৬। সাক্ষাৎকার পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি লেখো।
১৭। নিজস্ব মতামত প্রকাশের পদ্ধতির সুবিধা ও অসুবিধা আলোচনা করো।
১৮। পরীক্ষামূলক পদ্ধতি কাকে বলে? এই পদ্ধতির বৈশিষ্ট্য লেখো।
১৯। পরীক্ষণের স্তরগুলি সংক্ষেপে আলোচনা করো।
২০। শিক্ষাক্ষেত্রে পরীক্ষণ পদ্ধতির একটি নমুনা দাও।
২১। পরীক্ষামূলক পদ্ধতির সুবিধাগুলি লেখো।
২২। পরীক্ষামূলক পদ্ধতির অসুবিধাগুলি লেখো।
২৩। পরীক্ষণমূলক পদ্ধতিতে শিক্ষকের ভূমিকা লেখো।