একাঙ্ক নাটক কাকে বলে? একাঙ্ক নাটক হিসেবে ‘আগুন’ নাটকটির সার্থকতা আলোচনা করো

একাঙ্ক নাটক কাকে বলে? একাঙ্ক নাটক হিসেবে ‘আগুন’ নাটকটির সার্থকতা আলোচনা করো

সংজ্ঞা

আঙ্গিক বিচারে নাটকের দুটি ভাগ-একাঙ্ক এবং পূর্ণাঙ্গ। যে নাটকে একটি অঙ্কের অন্তর্গত এক বা একাধিক দৃশ্যের মধ্য দিয়ে নাট্যবস্তু নির্দিষ্ট ও একমুখী পরিণতির দিকে ধাবিত হয়, তাকে একাঙ্ক নাটক বলে। একাঙ্ক নাটকের ঘটনা একমুখী ও গতিশীল হয়, চরিত্রসংখ্যা ও নাট্যঘটনায় জটিলতা কম থাকে। পরিসর বা আয়তন দীর্ঘ না হওয়া সত্ত্বেও বিন্দুতে সিধুদর্শনের মতো সমগ্রতার স্বাদ পাওয়া যায়।

সার্থকতা

বিজন ভট্টাচার্যের ‘আগুন’ নাটকের বিষয়বস্তু হল তেতাল্লিশের মন্বন্তরের কারণে খাদ্যবঞ্চিত অসহায় মানুষের দুর্দশা ও খাদ্যশস্যের জন্য সারিবদ্ধ দীর্ঘ প্রতীক্ষা। ভুক্তভোগীরা সমাজের বিভিন্ন শ্রেণি-ধর্ম-বৃত্তির খেটে খাওয়া সাধারণ মানুষ। এই নাট্যবস্তুকে নাট্যকার একটি মাত্র অঙ্কের অন্তর্গত পাঁচটি দৃশ্যে প্রবাহিত করেছেন। নাট্যঘটনা একমুখী, জটিলতাও বিশেষ নেই। চরিত্রসংখ্যা খুব বেশি নয়, আবার খুব কমও বলা ঠিক হবে না। কিন্তু তারা ঘটনাকে ভারাক্রান্ত করেনি, বরং গতিশীল করেছে। প্রথম চারটি দৃশ্য যেন চারটি ভিন্ন ধারা, সব এসে মিলেছে পঞ্চম দৃশ্যে। কৃষক-শ্রমিক-কেরানি-ওড়িয়া-মুসলমান-সংখ্যাচিহ্নিত ক্ষুধার্ত জনতা একাকার হয়ে গিয়েছে চালের লাইনে এসে। সবার পরিণতি একই। নাট্যকার এই পরিণতির অভিমুখে নাট্যঘটনাকে অতি দ্রুত নিয়ে গিয়েছেন। দুর্ভিক্ষপীড়িত সময় এবং অসহায় জনতার করুণ অবস্থা সামগ্রিকভাবে ফুটে উঠেছে। একাঙ্ক নাটক হিসেবে এখানেই ‘আগুন’ নাটকটির সার্থকতা।

আরও পড়ুন – আগুন নাটকের প্রশ্ন উত্তর

Leave a Comment