অনুসন্ধানের পর্যায়গুলি আলোচনা করো

অনুসন্ধানের পর্যায়গুলি আলোচনা করো

অনুসন্ধানের জন্য পাঁচটি সাধারণ পর্যায় রয়েছে, সেগুলি হল- বিন্যাস,  ধারণা গঠন,  সত্যতা নির্ণয়,  মন্তব্য প্রদান,  আলোচনা।

(1) বিন্যাস

যে বিষয়টি সম্পর্কে অনুসন্ধান করতে হবে তাকে নির্দিষ্ট রীতিতে সাজানো দরকার, একে বলে বিন্যাস।

(2) ধারণা গঠন

বিন্যাসকরণের পর সেই সম্পর্কিত বিষয়বস্তু সম্বন্ধে জানাকেই বলে ধারণা গঠন।

(3) সত্যতা নির্ণয়

যে ধারণাটি তৈরি হয় তা যাচাই করাকে সত্যতা নির্ণয় বলে।

(4) মন্তব্য প্রদান

সত্যতা নির্ণয়ের পর সেই বিষয় বা বস্তু বা ঘটনা সম্পর্কে বক্তব্য প্রদান হল মন্তব্য প্রদান।

(5) আলোচনা

বিষয়বস্তু বা ঘটনার মন্তব্যের প্রেক্ষিতে বিষয়টি সম্বন্ধে যা জানা গেল, সেই সম্পর্কিত আলোচনা। সুতরাং অনুসন্ধান হল উপরোক্ত চটি প্রক্রিয়ার সমন্বয়।

আরও পড়ুন –

১। অনুসন্ধান পদ্ধতি কী? মনোবৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতির লক্ষ্যগুলি কী কী

Leave a Comment