Survey পদ্ধতি কী? এর বৈশিষ্ট্যগুলি লেখো

Survey পদ্ধতি কী? এর বৈশিষ্ট্যগুলি লেখো

Survey পদ্ধতি

সমীক্ষা হল একধরনের ডেটা সংগ্রহের সরঞ্জাম যা ব্যক্তি সম্পর্কে তথ্যসংগ্রহ করতে ব্যবহৃত হয়। সমীক্ষাগুলি সাধারণত মনোবিজ্ঞান গবেষণায় অধ্যয়ন অংশগ্রহণকারীদের থেকে স্ব- প্রতিবেদনের ডেটা সংগ্রহ করতে ব্যবহৃত হয়। একটি সমীক্ষা ব্যক্তি সম্পর্কে বাস্তব তথ্যের উপর ফোকাস করতে পারে অথবা এটি জরিপ গ্রহণকারীদের মতামত প্রাপ্ত করার লক্ষ্য হতে পারে।

বৈশিষ্ট্য

(1) বৃহৎ পরিধি: সার্ভে পদ্ধতিতে কোনো সমস্যার সমাধান করতে গেলে অনুসন্ধানকারী যে বিষয় সম্বন্ধে যাদের বিষয়ে অনুসন্ধান করতে চাইছেন সেই দলের আকার বড়ো হওয়া দরকার। দলের আকার ছোটো হলে সিদ্ধান্ত ত্রুটিযুক্ত হবে। 

(2) পরিস্থিতির সাদৃশ্যতা: যে বিষয়ে যে দলের উপর সার্ভে করা হচ্ছে সব দলের ক্ষেত্রে তথ্যসংগ্রহের জন্য পরিস্থিতি একই হওয়া দরকার এবং দল সদৃশ হওয়া প্রয়োজন।

(3)  একই ধরনের কৌশল ব্যবহার: সার্ভে পদ্ধতিতে সদৃশ বিভিন্ন দলের তথ্যসংগ্রহের জন্য একই কৌশল ব্যবহার করা দরকার। যেমন- যদি কৌশল হিসেবে প্রশ্নগুচ্ছ ব্যবহার স্থিরীকৃত হয় তবে প্রত্যেক দলের জন্যই একই প্রশ্নগুচ্ছ ব্যবহার করতে হবে।

(4)  বিষয়: সাধারণত সমাজবিজ্ঞান (শিক্ষাবিজ্ঞান, ভূগোল, ইতিহাস); আচরণবিজ্ঞান ইত্যাদি বিষয় সংক্রান্ত বিভিন্ন সমস্যাসমাধানে সার্ভে পদ্ধতি ব্যবহার করা হয়।

(5) অনুসন্ধানের ক্ষেত্র: অনুসন্ধানের ক্ষেত্র নির্বাচন সার্ভে পদ্ধতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। যেমন-বিদ্যালয় সংক্রান্ত সমস্যাসমাধানের জন্য বিভিন্ন বিদ্যালয় থেকে তথ্যসংগ্রহের প্রয়োজন হতে পারে।

(6) সার্ভের প্রকৃতি: সার্ভে কোনো বিষয়ের সমগ্র জনগোষ্ঠী নিয়ে হতে পারে বা দলের ভিত্তিতে হতে পারে। যেমন-সামাজিক সার্ভে, অর্থনৈতিক সার্ভে, শিক্ষাগত সার্ভে, বিভিন্ন বিষয়ে মতামতের সার্ভে ইত্যাদি। এক্ষেত্রে জনগোষ্ঠীর মধ্য থেকে প্রতিনিধি স্থানীয় দলকে নির্বাচন করে সার্ভে পদ্ধতিতে তথ্য গ্রহণ করা হয়।

(7)  তথ্য সংগ্রহের কৌশলের ব্যবহার: সার্ভে পদ্ধতিতে তথ্যসংগ্রহের জন্য যে কৌশল ব্যবহার করা হবে সেই কৌশলের যথার্থতা, নির্ভরযোগ্যতা ও নৈর্ব্যক্তিকতা থাকবে।

সুতরাং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানে সার্ভে পদ্ধতি বর্তমানে ব্যবহার করা হয় এবং সার্ভে পদ্ধতির মাধ্যমে প্রাপ্ত তথ্যগুলি রাশিবিজ্ঞানের কৌশলকে কাজে লাগিয়ে বিশ্লেষণ করা হয়।

(8) তথ্য বিশ্লেষণ : সার্ভে পদ্ধতিতে তথ্য বিশ্লেষণের জন্য যে কৌশল ব্যবহার করা হবে তযথার্থ, নির্ভরযোগ্য ও নৈর্ব্যক্তিক হওয়া প্রয়োজন।

(9) রাশিবিজ্ঞানের ব্যবহার: তথ্য বিশ্লেষণে রাশিবিজ্ঞানের ব্যবহার করে সমস্যার ফলাফলকে ত্রুটিমুক্ত করা হয়।

(10) সাফল্য লাভ: সার্ভে পদ্ধতির ফলাফলগুলি জনগোষ্ঠীর ক্ষেত্রে কী পরিমাণ সাফল্য লাভ করবে তা বিচার করা হয়।

(11) ব্যবহার: জরিপ গবেষণার বেশিরভাগই সামাজিক বিজ্ঞানের ক্ষেত্রে নিযুক্ত করা হয়; বিশেষ করে বিভিন্ন সামাজিক প্রেক্ষাপটে মানুষের আচরণ সম্পর্কে তথ্য সংগ্রহ করতে এটি ব্যবহার করা হয়।

আরও পড়ুন –

১। অনুসন্ধান পদ্ধতি কী? মনোবৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতির লক্ষ্যগুলি কী কী?

২। অনুসন্ধানের পর্যায়গুলি আলোচনা করো।

৩। সংক্ষেপে মনোবৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতিগুলি আলোচনা করো। মনোবিজ্ঞানে অনুসন্ধান পদ্ধতির প্রয়োজনীয়তা লেখো।

৪। পর্যবেক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।

৫। পর্যবেক্ষণ পদ্ধতির প্রকারভেদ সংক্ষেপে আলোচনা করো।

৬। অংশগ্রহণকারী পর্যবেক্ষণের সুবিধা ও অসুবিধা আলোচনা করো।

৭। অংশগ্রহণকারী নয় পর্যবেক্ষণের সুবিধা ও অসুবিধা আলোচনা করো।

৮। পর্যবেক্ষণ পদ্ধতিকে উন্নত করার জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন?

৯। একটি আদর্শ পর্যবেক্ষণের বৈশিষ্ট্য বা গুণাবলি সম্পর্কে লেখো।

১০। পর্যবেক্ষণের তথ্য সংগ্রহকারী উপকরণগুলি (Tools of Observation) উল্লেখ করো।

১১। পর্যবেক্ষণমূলক অনুসন্ধানের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো।

১২। পর্যবেক্ষণ পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি বর্ণনা করো।

১৩। পর্যবেক্ষণ পদ্ধতি কাকে বলে? পর্যবেক্ষণ পদ্ধতির ব্যবহার লেখো।

১৪। পর্যবেক্ষণ পদ্ধতিতে তথ্য সংগ্রহের কৌশলগুলি সংক্ষেপে ‘আলোচনা করো।

১৫। নিজস্ব মতামত প্রকাশের পদ্ধতি কী? নিজস্ব মতামত প্রকাশের পদ্ধতিতে তথ্যসংগ্রহের কৌশলগুলি আলোচনা করো।

১৬। সাক্ষাৎকার পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি লেখো।

১৭। নিজস্ব মতামত প্রকাশের পদ্ধতির সুবিধা ও অসুবিধা আলোচনা করো।

১৮। পরীক্ষামূলক পদ্ধতি কাকে বলে? এই পদ্ধতির বৈশিষ্ট্য লেখো।

১৯। পরীক্ষণের স্তরগুলি সংক্ষেপে আলোচনা করো।

২০। শিক্ষাক্ষেত্রে পরীক্ষণ পদ্ধতির একটি নমুনা দাও।

২১। পরীক্ষামূলক পদ্ধতির সুবিধাগুলি লেখো।

২২। পরীক্ষামূলক পদ্ধতির অসুবিধাগুলি লেখো।

২৩। পরীক্ষণমূলক পদ্ধতিতে শিক্ষকের ভূমিকা লেখো।

২৪। শিক্ষাক্ষেত্রে পরীক্ষণ পদ্ধতির প্রয়োগ লেখো।

২৫। Case Study পদ্ধতি কী? এর বৈশিষ্ট্য লেখো।

২৬। কেস স্টাডির উদ্দেশ্য সম্পর্কে লেখো।

২৭। কোনো ব্যক্তির জন্য কেস স্টাডিতে সংগৃহীত তথ্যসমূহগুলি সম্পর্কে আলোচনা করো।

২৮। Case Study পদ্ধতির ধাপসমূহ সংক্ষেপে আলোচনা করো।

২৯। শিক্ষাক্ষেত্রে কেস স্টাডির গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো।

৩০। কেস স্টাডির সুবিধাগুলি লেখো।

৩১। কেস স্টাডির অসুবিধাগুলি লেখো

৩২। কেস স্টাডি পদ্ধতির ব্যবহার লেখো

Leave a Comment