পর্যবেক্ষণ পদ্ধতি কাকে বলে? পর্যবেক্ষণ পদ্ধতির ব্যবহার লেখো
পর্যবেক্ষণ পদ্ধতি
কোনো ঘটনাকে মনোযোগ সহকারে প্রত্যক্ষ করে সে সম্পর্কে জ্ঞান লাভ করার পদ্ধতিকে পর্যবেক্ষণ পদ্ধতি বলে। আমরা আমাদের মানসিক অবস্থা সম্পর্কে সচেতন অর্থাৎ নিজেরা নিজেদের মানসিক অবস্থার খবর রাখি। কিন্তু অন্যের মনের খবর আমরা তার বাহ্য আচরণ পর্যবেক্ষণের মাধ্যমে জানতে পারি। যেমন- কোনো ছেলের হাসি আর হাততালি দেখে বুঝি সে আনন্দিত, কারও অশ্রুসজল চোখ দেখে বুঝি সে দুঃখিত আবার কারও চিৎকার করে টেবিল চাপড়ানো দেখে বুঝি সে রাগান্বিত।
পর্যবেক্ষণ পদ্ধতির ব্যবহার
(1) ব্যক্তিকে সরাসরি প্রত্যক্ষণের মাধ্যমে তার আচরণ সম্বন্ধে জানতে এই পদ্ধতি ব্যবহার করা যায়।
(2) শিশু ও প্রাণীদের আচরণ সম্পর্কিত তথ্য জানতে এই পদ্ধতি ব্যবহার করা যায়।
(3) নিরক্ষর মানুষ, মানসিক প্রতিবন্ধীদের আচরণ জানতে এই পদ্ধতির ব্যবহার রয়েছে।
(4) পর্যবেক্ষণ পদ্ধতি পরীক্ষণমূলক পদ্ধতিতে কার্যকরী।
(5) কোনো ব্যক্তি বা দল সম্পর্কে তাড়াতাড়ি তথ্য জানতে এই পদ্ধতি ব্যবহার করা যায়
আরও পড়ুন –
১। অনুসন্ধান পদ্ধতি কী? মনোবৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতির লক্ষ্যগুলি কী কী?
২। অনুসন্ধানের পর্যায়গুলি আলোচনা করো।
৪। পর্যবেক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
৫। পর্যবেক্ষণ পদ্ধতির প্রকারভেদ সংক্ষেপে আলোচনা করো।
৬। অংশগ্রহণকারী পর্যবেক্ষণের সুবিধা ও অসুবিধা আলোচনা করো।
৭। অংশগ্রহণকারী নয় পর্যবেক্ষণের সুবিধা ও অসুবিধা আলোচনা করো।
৮। পর্যবেক্ষণ পদ্ধতিকে উন্নত করার জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন?
৯। একটি আদর্শ পর্যবেক্ষণের বৈশিষ্ট্য বা গুণাবলি সম্পর্কে লেখো।
১০। পর্যবেক্ষণের তথ্য সংগ্রহকারী উপকরণগুলি (Tools of Observation) উল্লেখ করো।