পর্যবেক্ষণমূলক অনুসন্ধানের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো

পর্যবেক্ষণমূলক অনুসন্ধানের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো

পর্যবেক্ষণমূলক অনুসন্ধানের গুরুত্ব

পর্যবেক্ষণমূলক অনুসন্ধানের গুরুত্বগুলি হল-

(1) এই কৌশল শিক্ষার্থীর পারদর্শিতামূলক দক্ষতা ও সামাজিক উন্নতি পরিমাপের ক্ষেত্রে ব্যবহার করা হয়।

(2) শিক্ষাক্ষেত্রে বিশেষ উদ্দীপকের উপস্থিতিতে শিক্ষার্থীর প্রতিক্রিয়া কীরূপ-তা এই পদ্ধতির সাহায্যে পরিমাপ করা যায়।

(3)আধুনিক প্রযুক্তিগত পর্যবেক্ষণ কৌশলের দ্বারা কোনো শিক্ষার্থী কোন্ পরিস্থিতিতে কী ধরনের আচরণ করছে-তার নিখুঁত চিত্র পাওয়া যায়।

(4) এই কৌশলের সাহায্যে শিক্ষার্থীর কাগজে কলমে প্রকাশিত ভাবনা বা আচরণকে আরও স্পষ্টরূপে প্রাকৃতিক ব্যবস্থার পরিবেশে পাওয়া যায়।

(5) পর্যবেক্ষণ কৌশলের সাহায্যে সংগৃহীত তথ্যের সত্যতা ও নির্ভরযোগ্যতা অনেক বেশি।

(6) বিদ্যালয়ে পঠনপাঠনের শুরুতে প্রার্থনার সময় পর্যবেক্ষণ খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেই সময়ে শিক্ষার্থীদের মধ্যে অন্যমনস্কতা দেখা যায়।

(7) শ্রেণিকক্ষের শৃঙ্খলা বজায় রাখার জন্য শিক্ষক শিক্ষার্থীদের পর্যবেক্ষণ করে থাকেন।

(৪) মূল্যায়নের সময় শিক্ষার্থীদের পর্যবেক্ষণ করা শিক্ষকের একটি গুরুত্বপূর্ণ কাজ।

(9) সহপাঠক্রমিক কার্যাবলিতে সকল শিক্ষার্থী যাতে অংশগ্রহণ করতে পারে, সে ব্যাপারে বিদ্যালয়ের শিক্ষক পর্যবেক্ষণ করবেন।

(10) বিদ্যালয়ের বিভিন্ন কর্মসূচিতে শিক্ষক শিক্ষার্থীদের আচার-আচরণ যথাযথভাবে পর্যবেক্ষণ করার জন্য এই পদ্ধতির গুরুত্ব রয়েছে।

আরও পড়ুন –

১। অনুসন্ধান পদ্ধতি কী? মনোবৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতির লক্ষ্যগুলি কী কী?

২। অনুসন্ধানের পর্যায়গুলি আলোচনা করো।

৩। সংক্ষেপে মনোবৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতিগুলি আলোচনা করো। মনোবিজ্ঞানে অনুসন্ধান পদ্ধতির প্রয়োজনীয়তা লেখো।

৪। পর্যবেক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।

৫। পর্যবেক্ষণ পদ্ধতির প্রকারভেদ সংক্ষেপে আলোচনা করো।

৬। অংশগ্রহণকারী পর্যবেক্ষণের সুবিধা ও অসুবিধা আলোচনা করো।

৭। অংশগ্রহণকারী নয় পর্যবেক্ষণের সুবিধা ও অসুবিধা আলোচনা করো।

৮। পর্যবেক্ষণ পদ্ধতিকে উন্নত করার জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন?

৯। একটি আদর্শ পর্যবেক্ষণের বৈশিষ্ট্য বা গুণাবলি সম্পর্কে লেখো।

১০। পর্যবেক্ষণের তথ্য সংগ্রহকারী উপকরণগুলি (Tools of Observation) উল্লেখ করো।

Leave a Comment