নিজস্ব মতামত প্রকাশের পদ্ধতি কী? নিজস্ব মতামত প্রকাশের পদ্ধতিতে তথ্যসংগ্রহের কৌশলগুলি আলোচনা করো

নিজস্ব মতামত প্রকাশের পদ্ধতি কী? নিজস্ব মতামত প্রকাশের পদ্ধতিতে তথ্যসংগ্রহের কৌশলগুলি আলোচনা করো

ব্যক্তি নিজের মতামতের পরিপ্রেক্ষিতে তার সম্বন্ধে বিভিন্ন তথ্যসংগ্রহ করে ফলে অনুসন্ধান করা সম্ভব হয়। এই পদ্ধতিকে নিজস্ব মতামত পদ্ধতি বলে। নিজস্ব মতামতের মাধ্যমে অনুসন্ধানের বিভিন্ন পদ্ধতি রয়েছে। সেগুলি হল-

(1) প্রশ্নগুচ্ছ

বিভিন্ন ধরনের প্রশ্নের মাধ্যমে ব্যক্তির ব্যক্তিত্ব, অনুরাগ, ব্যক্তিসত্তার বৈশিষ্ট্য ইত্যাদি সম্পর্কে জানা সম্ভব হয়। এই কৌশল হল প্রশ্নগুচ্ছ। এটি তথ্য অনুসন্ধানের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশল।

(2) সাক্ষাৎকার

যে পদ্ধতিতে একজন ব্যক্তি (সাক্ষাৎকারক) কথাবার্তার মাধ্যমে অপর কোনো ব্যক্তি সম্পর্কে বিভিন্ন তথ্যসংগ্রহ করে তাকে সাক্ষাৎকার বলে। সাক্ষাৎকারের উদ্দেশ্য হল- চাকুরির জন্য, মানসিক চিকিৎসার জন্য, পরামর্শদানের জন্য ইত্যাদি। সাক্ষাৎকার বিভিন্ন ধরনের হতে পারে। যেমন-

  • লক্ষ্য অনুযায়ী : ব্যক্তিগত, দলগত।
  • প্রকৃতি অনুযায়ী: সংগঠিত, অর্ধসংগঠিত, অসংগঠিত।
  • কার্যধারার প্রেক্ষিতে: অনির্দেশিত, কেন্দ্রীভূত। সাক্ষাৎকার অনেকসময় আদর্শায়িত হতেও পারে, আবার আদর্শায়িত নাও হতে পারে। অর্থাৎ অ-আদর্শায়িত সাক্ষাৎকার হয়।

(3) ব্যক্তিগত লিপি

ব্যক্তি কর্তৃক লিখিত ডায়েরি বা দিনলিপি থেকে ব্যক্তি সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়।

(4) আত্মজীবনী

ব্যক্তি সম্পর্কে নানা ধরনের তথ্যসংগ্রহ করা যেতে পারে আত্মজীবনী থেকে। সাধারণত বিভিন্ন শিক্ষাবিদ, মনীষী, বিজ্ঞানী প্রমুখ ব্যক্তিদের আত্মজীবনী থেকে নানা তথ্য পাওয়া যায়।

আরও পড়ুন –

১। অনুসন্ধান পদ্ধতি কী? মনোবৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতির লক্ষ্যগুলি কী কী?

২। অনুসন্ধানের পর্যায়গুলি আলোচনা করো।

৩। সংক্ষেপে মনোবৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতিগুলি আলোচনা করো। মনোবিজ্ঞানে অনুসন্ধান পদ্ধতির প্রয়োজনীয়তা লেখো।

৪। পর্যবেক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।

৫। পর্যবেক্ষণ পদ্ধতির প্রকারভেদ সংক্ষেপে আলোচনা করো।

৬। অংশগ্রহণকারী পর্যবেক্ষণের সুবিধা ও অসুবিধা আলোচনা করো।

৭। অংশগ্রহণকারী নয় পর্যবেক্ষণের সুবিধা ও অসুবিধা আলোচনা করো।

৮। পর্যবেক্ষণ পদ্ধতিকে উন্নত করার জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন?

৯। একটি আদর্শ পর্যবেক্ষণের বৈশিষ্ট্য বা গুণাবলি সম্পর্কে লেখো।

১০। পর্যবেক্ষণের তথ্য সংগ্রহকারী উপকরণগুলি (Tools of Observation) উল্লেখ করো।

১১। পর্যবেক্ষণমূলক অনুসন্ধানের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো।

১২। পর্যবেক্ষণ পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি বর্ণনা করো।

১৩। পর্যবেক্ষণ পদ্ধতি কাকে বলে? পর্যবেক্ষণ পদ্ধতির ব্যবহার লেখো।

১৪। পর্যবেক্ষণ পদ্ধতিতে তথ্য সংগ্রহের কৌশলগুলি সংক্ষেপে ‘আলোচনা করো

Leave a Comment