অংশগ্রহণকারী পর্যবেক্ষণের সুবিধা ও অসুবিধা আলোচনা করো
অংশগ্রহণকারী পর্যবেক্ষণের সুবিধা
অংশগ্রহণকারী পর্যবেক্ষণের সুবিধাগুলি হল-
- পর্যবেক্ষক যেহেতু দলের অংশ, তাই অন্যান্য সদস্যরা নিজেদের আড়াল করে না।
- দলের মধ্যে উপস্থিত থাকার ফলে যাদের পর্যবেক্ষণ করা হচ্ছে তাদের সম্বন্ধে অনেক তথ্য জানা সম্ভব হয়।
- অন্যান্য সদস্যদের আবেগ পর্যবেক্ষকের মধ্যে সঞ্চালিত হয়।
- সঠিক অপরাধীকে জানতে হলে এই পদ্ধতির গুরুত্ব রয়েছে।
অংশগ্রহণকারী পর্যবেক্ষণের অসুবিধা
অংশগ্রহণকারী পর্যবেক্ষণের অসুবিধাগুলি হল-
- পর্যবেক্ষক, দলের সঙ্গে যুক্ত থাকার কারণে অন্যান্য সদস্যদের সঙ্গে বন্ধুত্ব হওয়ার ফলে পর্যবেক্ষণে নিরপেক্ষতার অভাব ঘটে। ফলে পর্যবেক্ষণজাত ফলাফল নিখুঁত হওয়ার, সম্ভবনা কম।
- দলের মধ্যে পর্যবেক্ষকের অবস্থান হওয়ায়, দলে পর্যবেক্ষকের বিশেষ মর্যাদা ও স্থান থাকে। তাই পর্যবেক্ষকের পক্ষে সব ধরনের তথ্যসংগ্রহ করা কঠিন।
- পর্যবেক্ষকের দলগত আবেগের ফলে পর্যবেক্ষণজাত ফলের নৈর্ব্যক্তিকতা কম।
আরও পড়ুন –
১। অনুসন্ধান পদ্ধতি কী? মনোবৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতির লক্ষ্যগুলি কী কী?
২। অনুসন্ধানের পর্যায়গুলি আলোচনা করো।