অংশগ্রহণকারী নয় পর্যবেক্ষণের সুবিধা ও অসুবিধা আলোচনা করো

অংশগ্রহণকারী নয় পর্যবেক্ষণের সুবিধা ও অসুবিধা আলোচনা করো

অংশগ্রহণকারী নয় পর্যবেক্ষণের সুবিধা

অংশগ্রহণকারী নয়, পর্যবেক্ষণের সুবিধাগুলি হল-

  1. দলগত অনুভূতি এবং আবেগ সঞ্চালন হয় না, ফলে পর্যবেক্ষণের নৈর্ব্যক্তিকতা বাড়ে। 
  2. পর্যবেক্ষক দলের বাইরে থাকায় পর্যবেক্ষণে নিরপেক্ষতা থাকে।
  3. দলের সদস্যদের সঙ্গে বন্ধুত্ব স্থাপিত না হওয়ায় পর্যবেক্ষক প্রত্যেককে সঠিকভাবে পর্যবেক্ষণ করে নিজস্ব মতামত দিতে পারে।
  4. পর্যবেক্ষক অংশগ্রহণকারী না হওয়ায় দলের সদস্যরা নিজেদের উন্মুক্ত করতে সংকোচ বোধ করে না।

অংশগ্রহণকারী নয় পর্যবেক্ষণের অসুবিধা

অংশগ্রহণকারী নয় পর্যবেক্ষণের অসুবিধাগুলি হল-

  1. যাদের বাইরে থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে, তাদের আচরণের অভ্যন্তরীণ গতিশীলতা পর্যবেক্ষকের পক্ষে পর্যবেক্ষণ করা কঠিন। 
  2. পর্যবেক্ষকের সামনে অনেকে সঠিক  আচরণ করে না, ফলে পর্যবেক্ষণ অনেকসময় নিখুঁত হয় না।

আরও পড়ুন –

১। অনুসন্ধান পদ্ধতি কী? মনোবৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতির লক্ষ্যগুলি কী কী?

২। অনুসন্ধানের পর্যায়গুলি আলোচনা করো।

৩। সংক্ষেপে মনোবৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতিগুলি আলোচনা করো। মনোবিজ্ঞানে অনুসন্ধান পদ্ধতির প্রয়োজনীয়তা লেখো।

৪। পর্যবেক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।

৫। পর্যবেক্ষণ পদ্ধতির প্রকারভেদ সংক্ষেপে আলোচনা করো।

৬। অংশগ্রহণকারী পর্যবেক্ষণের সুবিধা ও অসুবিধা আলোচনা করো।

Leave a Comment