স্কুল জরিপ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো

স্কুল জরিপ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো

শিক্ষামূলক কোনো সমস্যার পর্যালোচনার ক্ষেত্রে প্রধানত ‘School Survey Method’-এর প্রয়োগ লক্ষ করা যায়। এই পদ্ধতি সর্বপ্রথম 1910 সালে Idaho (USA) কর্তৃক পরিচালিত হয়েছিল। School Survey মূলত শিক্ষা সংক্রান্ত কোনো সমস্যার বর্তমান অবস্থার বহুমুখী পর্যালোচনা। এর মূল উদ্দেশ্য হল বিদ্যালয়ের বিভিন্ন কর্মসূচির সার্বিক সক্রিয়তা এবং পরিবর্তনযোগ্য উপদেশাবলি সম্পর্কে পর্যালোচনা করা। এই উদ্দেশ্যের পরিপ্রেক্ষিতে Cooper (1946) এবং Reller (1942) বিদ্যালয় জরিপ পদ্ধতিকে (School Survey Method) মূলত তিনটি ভাগে ভাগ করেছেন। যথা-

  •  বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে তদন্তমূলক (Investigative), মূল্যায়নমূলক (Evaluative) |
  • বিশেষ বিচারমূলক (Delibarative), বিকাশমূলক (Developmental) বা পরিকল্পনামূলক (Planative)।
  • সম্পাদনামূলক (Implementive) যা কেবলমাত্র বিকাশজনিত উপদেশ না দিয়ে কার্যে পরিণত করতে সাহায্য করে।

আরও পড়ুন –

১। অনুসন্ধান পদ্ধতি কী? মনোবৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতির লক্ষ্যগুলি কী কী?

২। অনুসন্ধানের পর্যায়গুলি আলোচনা করো।

৩। সংক্ষেপে মনোবৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতিগুলি আলোচনা করো। মনোবিজ্ঞানে অনুসন্ধান পদ্ধতির প্রয়োজনীয়তা লেখো।

৪। পর্যবেক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।

৫। পর্যবেক্ষণ পদ্ধতির প্রকারভেদ সংক্ষেপে আলোচনা করো।

৬। অংশগ্রহণকারী পর্যবেক্ষণের সুবিধা ও অসুবিধা আলোচনা করো।

৭। অংশগ্রহণকারী নয় পর্যবেক্ষণের সুবিধা ও অসুবিধা আলোচনা করো।

৮। পর্যবেক্ষণ পদ্ধতিকে উন্নত করার জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন?

৯। একটি আদর্শ পর্যবেক্ষণের বৈশিষ্ট্য বা গুণাবলি সম্পর্কে লেখো।

১০। পর্যবেক্ষণের তথ্য সংগ্রহকারী উপকরণগুলি (Tools of Observation) উল্লেখ করো।

১১। পর্যবেক্ষণমূলক অনুসন্ধানের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো।

১২। পর্যবেক্ষণ পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি বর্ণনা করো।

১৩। পর্যবেক্ষণ পদ্ধতি কাকে বলে? পর্যবেক্ষণ পদ্ধতির ব্যবহার লেখো।

১৪। পর্যবেক্ষণ পদ্ধতিতে তথ্য সংগ্রহের কৌশলগুলি সংক্ষেপে ‘আলোচনা করো।

১৫। নিজস্ব মতামত প্রকাশের পদ্ধতি কী? নিজস্ব মতামত প্রকাশের পদ্ধতিতে তথ্যসংগ্রহের কৌশলগুলি আলোচনা করো।

১৬। সাক্ষাৎকার পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি লেখো।

১৭। নিজস্ব মতামত প্রকাশের পদ্ধতির সুবিধা ও অসুবিধা আলোচনা করো।

১৮। পরীক্ষামূলক পদ্ধতি কাকে বলে? এই পদ্ধতির বৈশিষ্ট্য লেখো।

১৯। পরীক্ষণের স্তরগুলি সংক্ষেপে আলোচনা করো।

২০। শিক্ষাক্ষেত্রে পরীক্ষণ পদ্ধতির একটি নমুনা দাও।

২১। পরীক্ষামূলক পদ্ধতির সুবিধাগুলি লেখো।

২২। পরীক্ষামূলক পদ্ধতির অসুবিধাগুলি লেখো।

২৩। পরীক্ষণমূলক পদ্ধতিতে শিক্ষকের ভূমিকা লেখো।

২৪। শিক্ষাক্ষেত্রে পরীক্ষণ পদ্ধতির প্রয়োগ লেখো।

২৫। Case Study পদ্ধতি কী? এর বৈশিষ্ট্য লেখো।

২৬। কেস স্টাডির উদ্দেশ্য সম্পর্কে লেখো।

২৭। কোনো ব্যক্তির জন্য কেস স্টাডিতে সংগৃহীত তথ্যসমূহগুলি সম্পর্কে আলোচনা করো।

২৮। Case Study পদ্ধতির ধাপসমূহ সংক্ষেপে আলোচনা করো।

২৯। শিক্ষাক্ষেত্রে কেস স্টাডির গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো।

৩০। কেস স্টাডির সুবিধাগুলি লেখো।

৩১। কেস স্টাডির অসুবিধাগুলি লেখো

৩২। কেস স্টাডি পদ্ধতির ব্যবহার লেখো।

৩৩। Survey পদ্ধতি কী? এর বৈশিষ্ট্যগুলি লেখো

৩৪। সার্ভে পদ্ধতির ব্যবহারগুলি সংক্ষেপে আলোচনা করো।

৩৫। জরিপ গবেষণার ধাপগুলি (Steps in Survey Research) সংক্ষেপে আলোচনা করো

Leave a Comment