সাবেকি উদারনৈতিক গণতন্ত্রের বৈশিষ্ট্য লেখো

সাবেকি উদারনৈতিক গণতন্ত্রের বৈশিষ্ট্য লেখো।

সাবেকি উদারনৈতিক গণতন্ত্রের বৈশিষ্ট্য: সাবেকি উদারনৈতিক গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলি হল

  1. সাবেকি উদারনৈতিক গণতন্ত্রে ব্যক্তির মর্যাদা ও স্বাধীনতার অধিকারের উপর গুরুত্ব আরোপ করা হয়।
  2. এইরূপ গণতন্ত্রে সামাজিক ক্ষেত্রের সকল বিষয়ে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের সামাজিক স্বাধীনতা স্বীকার করা হয়।
  3. সাবেকি উদারনৈতিক গণতন্ত্র পুঁজিবাদী বিকাশের স্বার্থে আন্তর্জাতিক শক্তি ও সহযোগিতার দর্শন প্রচার করে।
  4. রাজনৈতিক স্বাধীনতা ও গণসার্বভৌমত্ব সাবেকি বা ঐতিহ্যগত উদারনৈতিক গণতন্ত্রের অন্যতম বৈশিষ্ট্যরূপে পরিচিত।

Leave a Comment