সাবেকি উদারনৈতিক গণতন্ত্রের বৈশিষ্ট্য লেখো।
সাবেকি উদারনৈতিক গণতন্ত্রের বৈশিষ্ট্য: সাবেকি উদারনৈতিক গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলি হল
- সাবেকি উদারনৈতিক গণতন্ত্রে ব্যক্তির মর্যাদা ও স্বাধীনতার অধিকারের উপর গুরুত্ব আরোপ করা হয়।
- এইরূপ গণতন্ত্রে সামাজিক ক্ষেত্রের সকল বিষয়ে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের সামাজিক স্বাধীনতা স্বীকার করা হয়।
- সাবেকি উদারনৈতিক গণতন্ত্র পুঁজিবাদী বিকাশের স্বার্থে আন্তর্জাতিক শক্তি ও সহযোগিতার দর্শন প্রচার করে।
- রাজনৈতিক স্বাধীনতা ও গণসার্বভৌমত্ব সাবেকি বা ঐতিহ্যগত উদারনৈতিক গণতন্ত্রের অন্যতম বৈশিষ্ট্যরূপে পরিচিত।