সাবিত্রীবাই ফুলের জীবনের কোন্ ঘটনা তাঁকে আগামী জীবনে শিক্ষাবিদ করে গড়ে তুলেছিল? সাবিত্রীবাই ফুলে যখন স্কুলে শিক্ষকতা করতে যেতেন তখন তাঁর প্রতি কীরকম ব্যবহার করা হত

সাবিত্রীবাই-এর বালিকা বয়সে একবার একটি ইংরেজি ভাষায় লেখা বই থেকে একটি পাতা ছিড়ে ফেলার জন্য তার পালক পিতা তাকে প্রবল তিরস্কার করেছিলেন। তিনি সাবিত্রীবাই-এর হাত থেকে বইটি ছিনিয়ে নিয়েছিলেন এবং রাগে বইটি ছুঁড়ে ফেলেছিলেন এবং আর কখোনো কোনো বই না হাতে নেওয়ার জন্য তাকে বলেছিলেন। তখনকার দিনে শিক্ষায় উচ্চবর্ণের পুরুষদের একচেটিয়া অধিকার ছিল বলেই তাঁর পালক পিতার মধ্যেও এই সংস্কার কাজ করেছিল বলে মনে করা হয়।
তবে সেইদিন ছোট্ট সাবিত্রীবাই প্রতিজ্ঞা করেছিলেন যে, আর যাই হোক- না-কেন তিনি শিক্ষা গ্রহণের পর্ব এ জীবনেই সমাপ্ত করবেন। সাবিত্রীবাই ফুলে যখন তাঁর প্রতিষ্ঠিত স্কুলে পড়াতে যেতেন, তখন উচ্চবর্ণের বাসিন্দারা তাঁকে পাথর ও ময়লা নেওয়ার জন্য ডাকত এবং তা নিতে বাধ্য করত। ফলে তাঁকে একটি অতিরিক্ত শাড়ি বহন করতে হত। ফুলে পরিবার নিপীড়িত মালি বর্ণের হলেও শিক্ষিত ছিল। তাই তাদের সমাজের অভিজাত ব্রাহ্মণ শ্রেণির দ্বারা তৈরি সমস্যার সম্মুখীন হতে পেরেছিল।
আরও পড়ুন – মধ্যযুগীয় ভারতের শিক্ষা প্রশ্ন উত্তর