সমাজতান্ত্রিক গণতন্ত্রের দুটি বৈশিষ্ট্য লেখো।
সমাজতান্ত্রিক গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলি হল-
ব্যক্তিগত মালিকানার অস্বীকৃতি: সমাজতান্ত্রিক গণতন্ত্রের মূল বৈশিষ্ট্য হল এরূপ গণতন্ত্রে উৎপাদনের উপকরণগুলির উপর ব্যক্তিগত মালিকানার পরিবর্তে সামাজিক মালিকানা প্রতিষ্ঠা করার প্রচেষ্টা করা হয়, যা অর্থনৈতিক সাম্যকে প্রতিষ্ঠা করার জন্য একান্ত প্রয়োজনীয়। তাছাড়া সম্পত্তির ব্যক্তিগত মালিকানাই শ্রেণিশোষণের জন্য মূলত দায়ী। তাই এরূপ অধিকারকে কখনই স্বীকার করা যায় না।
সর্বহারা শ্রেণির স্বার্থ সংরক্ষণ: সমাজতান্ত্রিক গণতন্ত্রই একমাত্র সর্বহারা শ্রেণির স্বার্থ সংরক্ষণ করতে পারে বলে মার্কসবাদীরা মনে করেন। সমাজের সংখ্যাগরিষ্ঠ মেহনতী বা পরিশ্রমী মানুষের স্বার্থরক্ষার উদ্দেশ্যেই এরূপ গণতন্ত্রের উদ্ভব ঘটেছে। আজ এই উদ্দেশ্যকে সফল করতেই রাষ্ট্রের যাবতীয় কার্যাবলিতে কমিউনিস্ট দলের নেতৃত্বে জনগণের নিয়ন্ত্রণ কায়েম হয়। ফলত, অন্যান্য স্বার্থান্বেষী গোষ্ঠীগুলি রাষ্ট্রীয় কার্যাবলিতে খুব একটা প্রভাব বিস্তার করতে সক্ষম হয় না।