সংক্ষেপে গণতন্ত্রের উদ্ভব সম্পর্কে লেখো।
গণতন্ত্রের উদ্ভব: ঐতিহাসিকদের মতে, প্রাচীন গ্রিসের নগরাষ্ট্রগুলি ছিল প্রাচীন গণতন্ত্রের জন্মভূমি বা পীঠস্থান। সোলান কর্তৃক ৫৯৪ খ্রিস্টপূর্বাব্দে রচিত এক সংবিধান থেকে গণতন্ত্রের আবির্ভাব ঘটেছিল।
পামার-এর (Palmer) মতে, অষ্টাদশ শতাব্দীর শেষার্ধে এসে গণতান্ত্রিক ধারণা পশ্চিম ইউরোপের কতকগুলি দেশে জনপ্রিয়তা অর্জন করতে শুরু করে, ষোলো শতকে ফ্রান্সকোস হটম্যান (Francois Hotman), জর্জ বুচানন (George Buchanan) প্রমুখের রচনায় গণশক্তির গুরুত্ব ও ভূমিকা প্রকাশিত হয়েছে। বস্তুত ধনতান্ত্রিক যুগের সূত্রপাত থেকেই গণতন্ত্রের ব্যপকতা ও জনপ্রিয়তা অর্জন করতে শুরু করে। সামন্ততন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম পরিচালনার সময় উদীয়মান মধ্যবিত্ত শ্রেণী ‘সাম্য’, মৈত্রী, স্বাধীনতার গণতান্ত্রিক আদর্শ প্রচার করতে শুরু করে। ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব, ফরাসি বিপ্লব ও আমেরিকার স্বাধীনতা সংগ্রামের ফলে আধুনিক উদারনৈতিক গণতন্ত্রের (Liberal Democracy) আবির্ভাব ঘটে।