রাষ্ট্রবিজ্ঞানী কার্ল পপার গণতন্ত্র বলতে কী বুঝিয়েছেন?
কার্ল পপার অভিমত: কার্ল পপার সংখ্যাগরিষ্ঠ মানুষের শাসনকে গণতন্ত্র বলে মেনে নিতে চাননি। তিনি মনে করতেন গণতন্ত্র হল এমন কতকগুলি প্রতিষ্ঠানের সমষ্টি, যার মাধ্যমে জনগণ শাসকশ্রেণিকে নিয়ন্ত্রণ করে এবং প্রয়োজনানুসারে ক্ষমতাচ্যুত করতে পারে।