মেকলে মিনিট কী? চুঁইয়ে পড়া নীতি কাকে বলে? মেকলের মন্তব্য বলতে কী বোঝো

মেকলে মিনিট কী? চুঁইয়ে পড়া নীতি কাকে বলে? মেকলের মন্তব্য বলতে কী বোঝো

মেকলে মিনিট কী? চুঁইয়ে পড়া নীতি কাকে বলে? মেকলের মন্তব্য বলতে কী বোঝো
মেকলে মিনিট কী? চুঁইয়ে পড়া নীতি কাকে বলে? মেকলের মন্তব্য বলতে কী বোঝো

মেকলে মিনিট

প্রাচ্য ও পাশ্চাত্যের দ্বন্দ্ব প্রবল আকার ধারণ করলে ভারতবর্ষের শিক্ষাক্ষেত্রে এক অচলাবস্থার সৃষ্টি হয়। এমতাবস্থায় উপযোগবাদী সংস্কারক লর্ড বেন্টিষ্কের আইন পরিষদের সদস্য থমাস ব্যবিংটন মেকলে ইংরেজি ভাষার মাধ্যমে ভারতীয়দের ইউরোপীয় সাহিত্য তথা জ্ঞান- বিজ্ঞানে শিক্ষিত করার উদ্দেশ্যে 1835 সালের 2  ফেব্রুয়ারি তাঁর বিখ্যাত কার্যবিবরণী বা মিনিট প্রকাশ করেন। এই মিনিট বা সুপারিশে মেকলে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারের অনুকূলে তাঁর মতামত প্রদান করেন। এই নীতিই মেকলে মিনিট নামে পরিচিত হয়।

চুঁইয়ে পড়া নীতি

মেকলে তাঁর সুপারিশে অভিজাত ও মধ্যবিত্ত শ্রেণিদের ইংরেজি শিক্ষা, সাহিত্য প্রভৃতিতে শিক্ষিত করার কথা ঘোষণা করেছিলেন। তাদের থেকে পাশ্চাত্য শিক্ষা পরবর্তী স্তরে ক্রমশ চুঁইয়ে নামবে। এটি শিক্ষার চুঁইয়ে পড়া নীতি নামে পরিচিত।

মেকলের মন্তব্য

(1) ভারতবর্ষে শিক্ষার মাধ্যম হিসেবে তিনি ইংরেজি ভাষার উপর গুরুত্ব আরোপ করেন।

(2) অভিজাত ও মধ্যবিত্ত শ্রেণিকে পাশ্চাত্য শিক্ষায়, জ্ঞান-বিজ্ঞানে শিক্ষিত করে তোলার কথা বলেন।

(3) ভারতে পাশ্চাত্য শিক্ষা, জ্ঞান-বিজ্ঞানের প্রসারে অর্থ সাহায্যের কথা তিনি ঘোষণা করেন।

(4) অভিজাত ও মধ্যবিত্ত ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে তাদের কাছ থেকে এই শিক্ষা চুঁইয়ে পরবর্তী স্তর অর্থাৎ সাধারণ জনগণের মধ্যে প্রবাহিত হবে বলে তিনি উল্লেখ করেন।

(5) মেকলের সুপারিশে শিক্ষার মাধ্যম সম্পর্কে আলোচনা করতে গিয়ে মাতৃভাষা, সংস্কৃত, আরবি, ইংরেজি ভাষার কথা বলা হয়েছে। এই কালপর্বে যেহেতু ভারতের আঞ্চলিক ভাষাগুলি জ্ঞানচর্চার পক্ষে উপযুক্ত ছিল না, তাই মেকলের মতানুযায়ী, ইংরেজি ভাষা যেমন গ্রিক ও ল্যাটিন ভাষার দ্বারা সমৃদ্ধ হয়েছিল, তেমনই মাতৃভাষা বা আঞ্চলিক ভাষাকে ইংরেজি ভাষাচর্চার মাধ্যমে সমৃদ্ধ করে তুলতে হবে।

(6) প্রকৃতপক্ষে মেকলে তাঁর নীতির মাধ্যমে এমন একটি শ্রেণি তৈরি করতে প্রচেষ্ট হয়েছিলেন যারা রক্ত ও বর্ণে হবে ভারতীয় অন্যদিকে নীতিবোধ, রুচি, মতাদর্শগত দিক থেকে হবে খাঁটি ইংরেজ।

আরও পড়ুন – মধ্যযুগীয় ভারতের শিক্ষা প্রশ্ন উত্তর

Leave a Comment