বেগম রোকেয়া শিক্ষাকে কোন্ দৃষ্টিভঙ্গিতে দেখতেন তা আলোচনা করো

বেগম রোকেয়া শিক্ষাকে কোন্ দৃষ্টিভঙ্গিতে দেখতেন তা আলোচনা করো

বেগম রোকেয়া শিক্ষাকে কোন্ দৃষ্টিভঙ্গিতে দেখতেন তা আলোচনা করো
বেগম রোকেয়া শিক্ষাকে কোন্ দৃষ্টিভঙ্গিতে দেখতেন তা আলোচনা করো

বেগম রোকেয়া তাঁর সাহসী লেখনীর মাধ্যমে নারী সমাজকে সংগঠিত করে শুধুমাত্র বৈপ্লবিক পরিবর্তনের ডাকই দেননি, প্রস্তুত করার দায়িত্বও নিয়েছেন। তিনি নারীশিক্ষাকে কখনও পুঁথিগত জ্ঞানার্জনের মাঝে দেখতে চাননি। তিনি শিক্ষার ব্যাখ্যা করেছেন এইভাবে, “আমি চাই সেই শিক্ষা যাহা তাহাদিগকে (নারীদের) নাগরিক অধিকার লাভে সক্ষম করিবে।” অন্ন-বস্ত্রের জন্য নারী যেন কারও গলগ্রহ না হয়।” -এটাই ছিল বেগম রোকেয়ার প্রত্যাশা। তিনি অনুধাবন করতে পেরেছিলেন রাতারাতি কোনো আন্দোলনের মাধ্যমে নারীসমাজ মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হতে পারবে না। এর জন্য প্রয়োজন শিক্ষার। এই সত্যকে উপলব্ধি করে তিনি বলেছেন, “সম্প্রতি আমরা যে এমন নিস্তেজ, সংকীর্ণমনা ও ভীরু হইয়া পড়িয়াছি ইহা অবরোধ থাকার জন্য হয় নাই শিক্ষার অভাবে হইয়াছি।” তিনি তাঁর রচনা দিয়ে ধর্মের নামে নারীর প্রতি অবিচার রোধ করতে সামাজিক সচেতনতা সৃষ্টির চেষ্টা করেছেন এবং সফলও হয়েছেন।

আরও পড়ুন – মধ্যযুগীয় ভারতের শিক্ষা প্রশ্ন উত্তর

Leave a Comment