বেগম রোকেয়া বাংলা ভাষায় সাহিত্য চর্চা করেছিলেন কেন? বাংলা তথা ভারতীয় নারী সমাজকে সচেতন করার লক্ষ্যে বেগম রোকেয়া কী বলেছিলেন

বেগম রোকেয়া সাহিত্যক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন। পরিবারে উর্দু ও ফারসি ভাষার ব্যাপক প্রচলন সত্ত্বেও বেগম রোকেয়া তাঁর মাতৃভাষা বাংলায় সাহিত্যচর্চা করেন। তিনি এটা অনুভব করেছিলেন যে, এই বাংলায় শুধু মুসলিম নারী সমাজ নয়, আপামর বাঙালি জাতির নারী জীবনের দুর্দশা ও সমস্যার কথাকে বাংলা ভাষায় তুলে ধরলে বাঙালির হৃদয়ের মাঝে পক্ষপাত দুষ্টহীন আবেগের উৎসারণ ঘটানো সম্ভব যা আগামী ভারতবর্ষের নারীসমাজকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাবে। তাই সৃজনশীল সাহিত্যচর্চার মাধ্যমে তিনি মুসলিম নারীজাতিকে কূপমণ্ডুকতা, কুসংস্কার ও গোঁড়ামি থেকে মুক্ত করার চেষ্টা করেন।
নারীদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সমাজের বিবেককে জাগ্রত করার জন্য বেগম রোকেয়া তাঁর লেখনীর মধ্য দিয়ে সংগ্রাম চালিয়েছেন। নারী সমাজ ও পুরো সমাজকে সচেতন করার জন্য তিনি বলেছেন, “আদিম কালের ইতিহাস কেহই জানে না বটে। তবু মনে হয়, যখন পুরাকালে সভ্যতা ছিল না, তখন আমাদের অবস্থা এইরূপ ছিল না কোনো অজ্ঞাত কারণবশত মানব জাতির এক অংশ (নর) নানা বিষয়ে উন্নতি করিতে লাগিল, অপর অংশ (নারী) তাহার সাথে সাথে সেরূপ উন্নতি করিতে পারিল না বলিয়া পুরুষের সহচরী বা সহধর্মিণী না হইয়া দাসী হইয়া পড়িল।”
আরও পড়ুন – মধ্যযুগীয় ভারতের শিক্ষা প্রশ্ন উত্তর