বিপানচন্দ্র পাল রামমোহনকে কী বলে আখ্যা দিয়েছেন? জিনশিক্ষা ও নারীশিক্ষা বিস্তারে রামমোহনের অবদান লেখো

বিপানচন্দ্র পাল রামমোহনকে কী বলে আখ্যা দিয়েছেন? জিনশিক্ষা ও নারীশিক্ষা বিস্তারে রামমোহনের অবদান লেখো

বিপানচন্দ্র পাল রামমোহনকে কী বলে আখ্যা দিয়েছেন? জিনশিক্ষা ও নারীশিক্ষা বিস্তারে রামমোহনের অবদান লেখো
বিপানচন্দ্র পাল রামমোহনকে কী বলে আখ্যা দিয়েছেন? জিনশিক্ষা ও নারীশিক্ষা বিস্তারে রামমোহনের অবদান লেখো

ড. বিপানচন্দ্র পাল বলেছেন “উনিশ শতকের প্রথমার্ধে ভারত গগনে রামমোহন রায় উজ্জ্বলতম নক্ষত্ররূপে ভাস্কর ছিলেন।” উনবিংশ শতকে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের ফলে ভারতীয় সমাজে এক গভীর আলোড়নের সৃষ্টি হয়। শিক্ষা, সমাজ, সংস্কৃতি বিভিন্ন ক্ষেত্রে নবযুগের আবির্ভাব ঘটে। নবজাগরণের ফলে পশ্চিমের যা কিছু ভালো তার সবটাই ভারতীয়রা গ্রহণ করতে থাকে। আর ভারতবাসীকে আধুনিক কালের উপযোগী করে গড়ে তোলেন রামমোহন রায়। তিনি চেয়েছিলেন পাশ্চাত্য সভ্যতা ও সংস্কৃতির আলোকে স্থবির ভারতকে সংস্কার করতে। আর এই সমস্ত কারণের জন্যই শ্রীমতী সোফিয়া কোলেট রামমোহনের ভূমিকা সম্পর্কে বলেছেন- “His role was that of an enlightener”.

জনশিক্ষা ও নারীশিক্ষা বিস্তারে রামমোহনের অবদান 

(1) জনশিক্ষা: রামমোহন রায় জনশিক্ষার প্রয়োজনীয়তার কথা চিন্তা করে বহু প্রতিষ্ঠান গড়ে তোলেন এবং তাঁর সংবাদপত্রের মাধ্যমেও তিনি শিক্ষার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন।

(2) নারীশিক্ষা বিস্তার: রামমোহন নারীশিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেন। তিনি নারীশিক্ষার পক্ষে বেশ কয়েকটি প্রবন্ধ রচনা করেন এবং নারীদের পাশ্চাত্য শিক্ষাগ্রহণ সমর্থন করেন। অবশ্য গোঁড়া ব্রাহ্মণদের বিরোধিতার ফলে নারীশিক্ষার প্রসারে রামমোহনের উদ্যোগ খুব বেশি সফল হয়নি। নারীশিক্ষার ক্ষেত্রে যে-কোনো উদ্যোগকেই তিনি সাদরে গ্রহণ করেন। বিভিন্ন শাস্ত্র থেকে উদাহরণ সংগ্রহ করে 1829 সালে নারীদের উপর তিনি একটি পুস্তিকা লেখেন। সেখানে তিনি নারীশিক্ষার দাবিতে সোচ্চার হন।

হিন্দু নারীদের প্রতি সমাজের অধিকার ও অত্যাচারের তিনি নিন্দা করেছিলেন। রামমোহন প্রতিষ্ঠিত ব্রাত্মসমাজে নারীরা পুরুষের সমান অধিকার লাভ করত। তারা পুরুষের মতো উপযুক্ত শিক্ষাও গ্রহণ করত। তিনি নারীশিক্ষাকে প্রতিটি স্তরে পৌঁছোনোর জন্য বহু প্রতিষ্ঠান গড়ে তোলেন এবং অন্যান্য সংস্কারকেও এ বিষয়ে এগিয়ে আসতে প্রেরণা জোগান। এককথায় বলতে গেলে রাজা রামমোহন রায় সমাজ ও ধর্মীয় সংস্কারের পাশাপাশি নারীশিক্ষার ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন। 

আরও পড়ুন – মধ্যযুগীয় ভারতের শিক্ষা প্রশ্ন উত্তর

Leave a Comment