প্রাথমিক শিক্ষার সমস্যাগুলি কী কী
প্রাথমিক শিক্ষার সমস্যা
2011 সালে সেনসাসের রিপোর্ট অনুযায়ী আমাদের দেশে এবং আমাদের রাজ্যেও সকল মানুষ এখনও প্রাথমিক শিক্ষা পায়নি। এক্ষেত্রে যেসব সমস্যাগুলি রয়েছে, সেগুলি হল-
(1) পিতা-মাতার দরিদ্রতা: পিতা-মাতার দরিদ্রতা অর্থাৎ অর্থনৈতিক অসচ্ছলতার জন্য অনেক বাবা-মা তার সন্তানদের পড়াশোনাতে আগ্রহী নন বরং তারা ছেলেমেয়েদের সাংসারিক উপার্জনের জন্য বিভিন্ন কাজে লাগান এবং মেয়েদের অল্প বয়সে বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। বর্তমানে শিশুশ্রমিক প্রথা আইনত বন্ধ, মেয়েদের অল্প বয়সে বিয়ে আইনত দণ্ডনীয় অপরাধ। তথাপি এখনও এই ব্যবস্থাসমূহ সম্পূর্ণভাবে বন্ধ হয়নি।
(2) বাবা-মা-এর সচেতনতার অভাব : পড়াশোনার ব্যাপারে অনেক বাবা- মা এখনও পর্যন্ত সচেতন নন। তারা পড়াশোনার বদলে ছেলেমেয়েদের রোজগারের প্রতি অধিক গুরুত্ব দেন। তাই আজ একবিংশ শতাব্দীতেও আমাদের দেশ সম্পূর্ণ সাক্ষর হতে পারেনি।
(3) সামাজিক সমস্যা: বিভিন্ন ধরনের সামাজিক কুপ্রথা, রক্ষণশীলতা, কুসংস্কার, ধর্মান্ধতা ইত্যাদির মতন বিভিন্ন সামাজিক সমস্যা আজকের যুগেও আমাদের দেশে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অন্তরায়।
(4) পরিকাঠামো এ পদ্ধতিগত সমস্যা: আমাদের দেশে বিশেষ করে গ্রামাঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানে পরিকাঠামোগত সমস্যা রয়েছে। আবার শিক্ষকদের শিক্ষাদানের ক্ষেত্রে পদ্ধতিগত সমস্যা, শিক্ষাসহায়ক উপকরণের ব্যবহারের অভাব ইত্যাদি প্রাথমিক শিক্ষার সমস্যা সৃষ্টি করে। তবে আশার কথা এই সমস্যা অনেকাংশে দূরীভূত হয়েছে।
(5) স্কুলছুট : স্কুলছুটের কারণ হল অপচয় ও অনুত্তীর্ণতা। অনেক ছেলেমেয়ে প্রাথমিক বিদ্যালয়ের পড়া শেষ হওয়ার আগেই পড়াশোনা ছেড়ে দেয়, যাকে স্কুলছুট বলে। স্কুলছুটের কারণ হল বিদ্যালয়ের অস্বাস্থ্যকর পরিবেশ, ত্রুটিপূর্ণ শিক্ষাদান পদ্ধতি, ত্রুটিপূর্ণ প্রশাসন, শিক্ষকের নিরপেক্ষতার অভাব, অভিভাবকদের সচেতনতার অভাব, মেয়েদের বাল্যবিবাহ ইত্যাদি। অনুত্তীর্ণতা বলতে বোঝায় একই শ্রেণিতে বারবার ফেল করা কিন্তু বর্তমানে এই সমস্যা তেমন নেই কারণ অষ্টম শ্রেণি পর্যন্ত পাস- ফেল প্রথা বন্ধ করা হয়েছে। তা সত্ত্বেও এখনও ড্রপ-আউট (স্কুলছুট) হচ্ছে প্রাথমিক শিক্ষাক্ষেত্রে।
(6) জনবিস্ফোরণ: আমাদের দেশ জনসংখ্যার দিক থেকে গোটা বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে। জনবিস্ফোরণের ফলে জনসংখ্যা অনুযায়ী এখনও দেশের সবক্ষেত্রে প্রাথমিক শিক্ষার পরিকাঠামোগত উন্নয়ন সম্ভব হয়নি অর্থনৈতিক কারণে। তাই জনবিস্ফোরণ অনেক ক্ষেত্রে প্রাথমিক শিক্ষার অগ্রগতির অন্তরায়।
(7) শিশুশ্রমিক আইনের প্রয়োগে ব্যর্থতা: শিশুশ্রমিক আইন থাকা সত্ত্বেও যথাযথ প্রয়োগের অভাবে অনেক শিশুদের বিভিন্ন কাজ করতে দেখা যায়। তারা একেবারে নিরক্ষর অথবা প্রাথমিক বিদ্যালয়ে পড়া শেষ করতে পারেনি বিভিন্ন কারণে।
(8) অন্যান্য সমস্যা: প্রাথমিক শিক্ষাক্ষেত্রে আরও কিছু সমস্যা রয়েছে যেমন- প্রাকৃতিক দুর্যোগ, যথাযথ মিড-ডে মিলের ব্যবস্থা, বাল্যবিবাহ, পিছিয়ে পড়া শ্রেণির মানুষদের নিরক্ষরতা ইত্যাদি সমস্যাগুলিও আমাদের দেশে এখনও বর্তমান।
আরও পড়ুন – আজব শহর কলকেতা প্রশ্ন উত্তর