প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণের পদ্ধতির নাম উল্লেখ করো। প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণ বলতে কী বোঝায়

প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণের পদ্ধতির নাম উল্লেখ করো। প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণ বলতে কী বোঝায়?

প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণের পদ্ধতিসমূহ: 1 গণভোট (Referendum) (2) গণউদ্যোগ (Initiative) (3) গণঅভিমত (Plebiscite) 4 পদচ্যুতি (Recall) |

প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণ: পরোক্ষ গণতন্ত্রে সরকারি কার্যাবলি যতই জনমত অনুসারে পরিচালিত হোক না কেন, কার্যক্ষেত্রে দেখা যায় যে, ক্ষমতাসীন দল বা ক্ষমতাসীন কোনো ব্যক্তি জনমতের বিরুদ্ধাচরণ করলেও, সেক্ষেত্রে পরবর্তী নির্বাচনের জন্য অপেক্ষা করা ছাড়া নির্বাচকদের কোন উপায় থাকে না। প্রত্যক্ষ গণতন্ত্রের এইসব ত্রুটি-বিচ্যুতি থাকে না। পরোক্ষ গণতন্ত্রের এইসব ত্রুটি-বিচ্যুতি দূরীকরণের জন্য বর্তমানে কয়েকটি প্রতিষেধাত্মক ব্যবস্থা গৃহীত হয়। এগুলিকে প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণ বলা হয়।

Leave a Comment