প্রত্যক্ষ গণতন্ত্রের দুটি অসুবিধা বা দোষ উল্লেখ করো

প্রত্যক্ষ গণতন্ত্রের দুটি অসুবিধা বা দোষ উল্লেখ করো।

প্রত্যক্ষ গণতন্ত্রের দুটি অসুবিধা বা দোষ হল

① মুষ্টিমেয়র শাসন: প্রত্যক্ষ গণতন্ত্রে সমস্ত নাগরিকদের মধ্যে রাজনৈতিক সচেতনতা লক্ষ করা যায় না বলেই তারা রাষ্ট্রপরিচালনার কাজে যুক্ত হতে পারে না। এক্ষেত্রে প্রত্যক্ষ গণতন্ত্রে মুষ্টিমেয় লোকই শাসনকার্য পরিচালনা করে এবং তাদের নিজেদের স্বার্থে শাসনব্যবস্থা পরিচালনার প্রবণতা লক্ষ করা যায়।

② জরুরি অবস্থায় অনুপযোগী: প্রত্যক্ষ গণতন্ত্রে সাধারণত বছরে একবার বা দু-বার মিলিত হয়ে জনসাধারণ শাসননীতি নির্ধারণ করে থাকে বলে হঠাৎ কোনো জরুরি অবস্থার উদ্ভব হলে দ্রুত সিদ্ধান্ত নেওয়া কষ্টসাধ্য হয়ে পড়ে।

Leave a Comment