প্রত্যক্ষ গণতন্ত্রের দুটি সুবিধা লেখো।
উত্তর প্রত্যক্ষ গণতন্ত্রের দুটি সুবিধা হল-
বিশুদ্ধ বা প্রকৃত গণতন্ত্র: ‘জনগণের শাসন’-কেই যদি গণতন্ত্রের আক্ষরিক অর্থ হিসেবে ধরে নেওয়া হয়, তবে প্রত্যক্ষ গণতন্ত্রই হল প্রকৃত গণতন্ত্র-এমনটাই অনেকে মনে করেন। কারণ নির্বাচিত প্রতিনিধির পরিবর্তে জনসাধারণ এখানে প্রত্যক্ষভাবে সরকার পরিচালনার যাবতীয় কার্যাদিতে অংশগ্রহণ করতে পারে।
রাজনৈতিক সচেতনতা ও স্বদেশপ্রীতির উন্মেষ: এরূপ গণতন্ত্রে প্রত্যক্ষভাবে জনগণ সরকার গঠনের এবং সরকার পরিচালনা করার সুযোগ পায় বলে, জনগণের মধ্যে রাজনৈতিক চেতনা ও স্বদেশপ্রীতি জাগ্রত হয়।