পাশ্চাত্য শিক্ষাবিস্তার বিষয়ে রামমোহন লর্ড আমহার্স্টকে যে চিঠি লিখেছিলেন তার মূল বিষয়বস্তু কী ছিল? রামমোহনের সময়কালে ভারতীয় সমাজের অবস্থা কীরূপ ছিল

পাশ্চাত্য শিক্ষাবিস্তার বিষয়ে রামমোহন লর্ড আমহার্স্টকে যে চিঠি লিখেছিলেন তার মূল বিষয়বস্তু কী ছিল? রামমোহনের সময়কালে ভারতীয় সমাজের অবস্থা কীরূপ ছিল

পাশ্চাত্য শিক্ষাবিস্তার বিষয়ে রামমোহন লর্ড আমহার্স্টকে যে চিঠি লিখেছিলেন তার মূল বিষয়বস্তু কী ছিল? রামমোহনের সময়কালে ভারতীয় সমাজের অবস্থা কীরূপ ছিল
পাশ্চাত্য শিক্ষাবিস্তার বিষয়ে রামমোহন লর্ড আমহার্স্টকে যে চিঠি লিখেছিলেন তার মূল বিষয়বস্তু কী ছিল? রামমোহনের সময়কালে ভারতীয় সমাজের অবস্থা কীরূপ ছিল

রামমোহন রায় দ্বারা লিখিত লর্ড আমহার্স্টকে চিঠি

রামমোহন চেয়েছিলেন সকল কার্যকর জ্ঞান-বিজ্ঞান যথা- গণিত, পদার্থবিদ্যা, রসায়ন, শারীরবিদ্যা চর্চা করে ইউরোপীয় জাতিসমূহ পৃথিবীর অন্যান্য জাতি অপেক্ষা শ্রেষ্ঠ হয়েছে। তাই দেশবাসীর মধ্যেও যেন সেই প্রকার উদার শিক্ষানীতির প্রবর্তন করা হয়। তাই লর্ড আমহার্স্টকে লেখা পত্রে তিনি শুধু ইংরেজি ভাষা শিক্ষার কথাই বলেননি, পাশ্চাত্য জ্ঞান- বিজ্ঞান শিক্ষার কথাও বলেছিলেন। আর, রামমোহন শুধুমাত্র পত্রে মতপ্রকাশ করেই তাঁর কর্তব্য শেষ করেননি, তিনি পূর্বেই (1822 খ্রিস্টাব্দে) পাশ্চাত্য জ্ঞান-বিজ্ঞান শিক্ষার উপায়স্বরূপ নিজ ব্যয়ে অ্যাংলো-হিন্দু স্কুল নামে একটি ইংরেজি বিদ্যালয়ও স্থাপন করেছিলেন।

রামমোহনের সময়কালে ভারতীয় সমাজের অবস্থা

ভারতীয় সমাজের দুরাবস্থা ও সমকালীন দুর্নীতি রামমোহনকে ব্যথিত করেছিল। সে সময়কালে সমাজে জাতপাতের বিচার ছিল প্রবল, ধর্ম ছিল কুসংস্কারে ভরা এবং ধর্মের নামে অশিক্ষিত ও দুর্নীতিপরায়ণ পুরোহিত শ্রেণির আধিপত্য ছিল প্রবল। উচ্চশ্রেণির মানুষ ছিল স্বার্থপর। নিজেদের সংকীর্ণ স্বার্থসিদ্ধির জন্য সমাজের বৃহত্তর স্বার্থ জলাঞ্জলি দিতেও কুণ্ঠিত হতেন না।

আরও পড়ুন – মধ্যযুগীয় ভারতের শিক্ষা প্রশ্ন উত্তর

Leave a Comment