পরোক্ষ বা প্রতিনিধিত্ব মূলক গণতন্ত্রের দুটি সুবিধা লেখো?
পরোক্ষ গণতন্ত্রের দুটি সুবিধা হল-
জনগণের শাসন: পরোক্ষ গণতন্ত্রে জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধিগণ সরকারি কার্যাবলিতে অংশগ্রহণ করে এবং যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করে। জনগণের স্বার্থে জনগণের প্রতিনিধিরা যে রাজনৈতিক সিদ্ধান্ত নেন, প্রত্যক্ষ গণতন্ত্রের তুলনায় তা অনেকসময় অধিকতর কার্যকরী ও ফলপ্রদ হয়ে থাকে।
স্বৈরাচার প্রতিরোধ: প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে সরকার স্বৈরাচারী হয়ে উঠতে পারে না, কারণ পরবর্তী নির্বাচনে পরাজয়ের আশঙ্কা থাকে। এর ফলে সরকার জনগণের উপর ইচ্ছামতো কোনোপ্রকার আইন চাপিয়ে দিতে পারে না, বা জনমত-বিরোধী কোনো কার্যসম্পাদন করতে পারে না।