পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের দুটি অসুবিধা লেখো।
পরোক্ষ গণতন্ত্রের অসুবিধাগুলি হল-
জনস্বার্থের বিরোধী: নির্বাচিত প্রতিনিধিরা তাদের নির্বাচকদের তুলনায় অনেক ক্ষেত্রে নিজেদের স্বার্থ বা বিশেষ কোনো গোষ্ঠীর স্বার্থকে অগ্রাধিকার দিতে পারে বলে মনে করা হয়। এর ফলে রাষ্ট্রীয় নীতি নির্ধারণের ক্ষেত্রে উদ্দেশ্য প্রণোদিতভাবে যে সিদ্ধান্তগ্রহণ করা হবে, তা জনগণের ইচ্ছার বিরুদ্ধে প্রতিফলিত হতে পারে বলে অনেকে মনে করেছেন।
দুর্নীতি ও ভ্রষ্টাচারে লিপ্ত: এইরূপ গণতান্ত্রিক শাসনব্যবস্থায় জনগণের অজ্ঞতার সুযোগে মুষ্টিমেয় স্বার্থপর নেতা-মন্ত্রীগণ গণতন্ত্রে জনকল্যাণের নামের অন্তরালে দলগত স্বার্থপূরণে দুর্নীতি ও ভ্রষ্টাচারে লিপ্ত হয়, এর ফলে গণতন্ত্রের আসল উদ্দেশ্য ব্যাহত হয়।