পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের মত কী?
পরোক্ষ গণতন্ত্র সম্পর্কে মিলের অভিমত: জন স্টুয়ার্ট মিল মনে করেন, পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র হল এমন একটি শাসনব্যবস্থা, যেখানে সমাজের সকল জনগণ বা তাদের সংখ্যাগরিষ্ঠ অংশ নিজেদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে শাসনক্ষমতা প্রয়োগ করে থাকে। অর্থাৎ, পরোক্ষ গণতন্ত্রে জনগণ পরোক্ষ পদ্ধতিতে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা শাসনকার্যে অংশগ্রহণ করে থাকে। তাই নির্বাচিত প্রতিনিধিরা মূলত আইনসভার মাধ্যমে জনগণের কাছে দায়বদ্ধ থাকেন। জনগণের অর্থাৎ নির্বাচকমন্ডলীর ইচ্ছা-অনিচ্ছার উপর ভিত্তি করেই সরকারি নীতি নির্ধারণ, সেগুলির বাস্তবায়ন করা সম্ভব হয়। সুতরাং, সরকারের তিনটি বিভাগের মধ্যে গুরুত্বপূর্ণ দুই বিভাগ যথা – আইন বিভাগ এবং শাসন বিভাগ জনমতের অনুকূলে থেকেই নিজেদের কার্যসম্পাদন করে। কারণ, জনমতকে উপেক্ষা করার অর্থ পরবর্তী নির্বাচনে ক্ষমতাসীন সরকারি দলের পরাজয় ডেকে আনা।