পরিবেশ সচেতনতা কী? পরিবেশ সচেতনতার প্রয়োজন কেন

পরিবেশ সচেতনতা কী? পরিবেশ সচেতনতার প্রয়োজন কেন

জীবজগৎ, জড়জগৎ অর্থাৎ যা কিছু আমরা চারিদিকে দেখি তাই হল পরিবেশ। তবে বর্তমানে পরিবেশ দূষণ বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করছে। এমনকি জীবনকে দুর্বিষহ করে তুলেছে। পরিবেশ সম্পর্কিত জ্ঞানলাভই হল পরিবেশ সচেতনতা।

পরিবেশ সচেতনতার প্রয়োজনীয়তা

(1) পরিবেশের সঙ্গে মানুষের যে নিবিড় সম্পর্ক আছে তা উপলব্ধি করার জন্য পরিবেশ সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন।

(2) প্রকৃতির অফুরান সৌন্দর্য উপলব্ধি করতে গিয়ে শিক্ষার্থীর মধ্যে সৌন্দর্যবোধের বিকাশ হয়। তাই শিক্ষার্থীর স্বাভাবিক সৌন্দর্যবোধের বিকাশের জন্য পরিবেশ সচেতনতা বিশেষ প্রয়োজনীয়।

(3) পরিবেশের সজীব উপাদান হিসেবে উদ্ভিদের কাছ থেকে আমরা জীবনদায়ী প্রাণবায়ু অক্সিজেন (O₂) পেয়ে থাকি, বিনিময়ে আমরা কার্বন ডাইঅক্সাইড (CO₂) ত্যাগ করি।

(4) সমস্ত পরিবেশ এবং তৎসম্পর্কিত ধারণাগুলিকে কেন্দ্র করে ব্যক্তি ও সামাজিক গোষ্ঠীর মধ্যে সচেতনতা বৃদ্ধি করা পরিবেশ শিক্ষার বিশেষ উদ্দেশ্য। এই উদ্দেশ্যপূরণের জন্য পরিবেশ সম্পর্কে সচেতন হওয়া বিশেষ প্রয়োজনীয়।

(5) কোনো নির্দিষ্ট প্রাকৃতিক পরিবেশে জীবের গঠনগত অভিযোজন সম্পর্কে জানা যায়

(6) মনুষ্যসৃষ্ট বিভিন্ন ক্রিয়াকলাপের জন্য পরিবেশের বিভিন্ন উপাদানগুলি কীভাবে দূষিত হচ্ছে, কীভাবে এই দূষণ রোধ করা যায় এবং এক্ষেত্রে আমাদের ভূমিকা কী হওয়া উচিত সেই সম্পর্কে সম্যক ধারণা লাভের জন্য পরিবেশ শিক্ষার মাধ্যমে পরিবেশ সচেতনতা বিশেষ প্রয়োজনীয়।

(7) কোনো স্থানের জনস্বাস্থ্যের মান কীরূপ, কীভাবে জনস্বাস্থ্যের মান উন্নত করা যায়- সেইসমস্ত বিষয়ে অবগত হওয়ার জন্য পরিবেশ সচেতনতা প্রয়োজন। 

(৪) প্রাকৃতিক পরিবেশেই ব্যক্তির আবেগ-অনুভূতির স্বাভাবিক প্রকাশ ঘটে। অর্থাৎ পরিবেশ ব্যক্তির প্রাক্ষোভিক বিকাশে সহায়তা করে।

(9) পরিবেশ ব্যক্তির খাদ্যাভ্যাস, পোশাক-পরিচ্ছদ, আচার-আচরণ, গঠন প্রভৃতির উপর প্রভাব বিস্তার করে।

(10) পরিবেশের অন্তর্গত সকল জড় ও সজীব বস্তুর সংস্পর্শে ব্যক্তির মধ্যে দয়া-মায়া, অপত্য স্নেহ, সহানুভূতি প্রভৃতি গুণগুলির বিকাশ হয়।

আরও পড়ুন – মনোবিজ্ঞানে অনুসন্ধানের পদ্ধতিসমূহ প্রশ্ন উত্তর

Leave a Comment