জনগণের শাসন বলতে কী বোঝায়?
জনগণের শাসন: সরকারের প্রতি জনগণের নিঃশর্ত বা স্বতঃস্ফূর্ত আনুগত্য প্রদর্শনকেই অনেকে ‘জনগণের শাসন’ (Government of the people) বলে বোঝাতে চেয়েছেন। অন্যদিকে, রাষ্ট্রবিজ্ঞানী সুইজি জনগণের শাসন বলতে দুটি দিকের কথা নির্দেশ করেছেন-
- শাসনব্যবস্থার উৎসস্থল হল জনগণ।
- সরকার এবং জনগণ পরস্পরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত।