চিরায়ত গণতন্ত্র বলতে কী বোঝো

চিরায়ত গণতন্ত্র বলতে কী বোঝো?

চিরায়ত গণতন্ত্র: চিরায়ত গণতন্ত্রে নাগরিকের রাজনৈতিক সমতার উপর জোর দেওয়া হয়েছে এবং আশা করা হয়েছে সকল নাগরিকই পর্যায়ক্রমে শাসন করবে ও শাসিত হবে। এখানে নাগরিক সভাই (Assembly of Citizen) হল সার্বভৌম ক্ষমতার উৎস; আইনগত ও বিচারবিভাগীয় কাজে নাগরিকের প্রত্যক্ষ অংশগ্রহণের কথা বলা হয়েছে। ক্ষুদ্র নগররাষ্ট্রই এই গণতন্ত্রের ক্ষেত্র। গণতন্ত্রের সমর্থক না হলেও এথেন্সে যে গণতন্ত্রের এক র‍্যাডিক্যাল ধারণা ছিল অ্যারিস্টটলের ‘Politics’-এ তার উল্লেখ আছে।

Leave a Comment