গণতন্ত্র ব্যক্তির গুণগত পার্থক্যকে অস্বীকার করে’-এই মন্তব্যটি কে করেছেন? গণতন্ত্রে সার্বভৌম কী?
‘গণতন্ত্র ব্যক্তির গুণগত পার্থক্যকে অস্বীকার করে’-প্রেসক্ট হল (Prescot Hall), এলেন আয়ার্ল্যান্ড (Alleyone Ireland) প্রমুখ জীবনবিজ্ঞানী জীবনবিজ্ঞানের দিক থেকে গণতন্ত্রের তীব্র সমালোচনা করে এমন কথা বলেছেন।
গণতন্ত্রে সার্বভৌম হল জনগণ। জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে এইরূপ শাসনব্যবস্থা গড়ে ওঠে।