গণতন্ত্রের সপক্ষে দুটি যুক্তি দাও।
গণতন্ত্রের সপক্ষে দুটি যুক্তি হল-
স্বৈরাচারিতা রোধ: গণতন্ত্রে জনগণের মতামতই চূড়ান্ত বলে এখানে শাসকগোষ্ঠী স্বৈরাচারী হয়ে উঠতে পারে না। কোনো শাসকগোষ্ঠী যদি জনগণের মতামতের বিরুদ্ধাচরণ করে তবে পরবর্তী নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখ্যান করে। আর, ক্ষমতাসীন শাসকগোষ্ঠী এগুলি সম্পর্কে অবগত বলেই নিজেদের রাজনৈতিক ভাগ্যের উপর বিপর্যয় ডেকে আনতে চান না। এ ছাড়া আধুনিককালে অধিকাংশ গণতান্ত্রিক রাষ্ট্রই পরোক্ষ গণতান্ত্রিক শাসনকাঠামোর মধ্যে প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণকে কার্যকর করার প্রচেষ্টা করছে।
স্থায়িত্ব: গণতান্ত্রিক শাসনব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হল এই শাসনব্যবস্থার স্থায়িত্ব। জনগণের সম্মতি ও সহযোগিতার ভিত্তিতে এরূপ শাসনব্যবস্থায় সরকার রাষ্ট্রপরিচালনার দায়ভার গ্রহণ করে এবং জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনই দেশের সরকারের ভিত্তি হয়ে দাঁড়ায়। ফলে জনগণের স্বার্থরক্ষা করতে পারলেই শাসনব্যবস্থার স্থায়িত্ব বজায় থাকে।