গণতন্ত্রের বুৎপত্তিগত অর্থ লেখো
অথবা, ইংরেজি Democracy শব্দটির কোন্ দুটি গ্রিক শব্দ থেকে উৎপত্তি হয়েছে? ‘Demos’ (ডেমস) শব্দের অর্থ কী?
ঘর গণতন্ত্র শব্দটির ইংরেজি প্রতিশব্দ হল Democracy, ‘ডেমস’ (Demos) এবং ‘ক্রেটোস’ (Kratos) এই দুটি গ্রিক শব্দ নিয়ে গণতন্ত্র বা ডেমোক্রেসি শব্দটির উদ্ভব হয়।
ডেমস শব্দটির অর্থ হল জনগণ আর ক্রেটোস শব্দটির অর্থ হল কর্তৃত্ব বা শাসন। এককথায় গণতন্ত্র বা ‘Democracy’ শব্দটির অর্থ হল জনগণের শাসন।