গণতন্ত্রের বিপক্ষে দুটি যুক্তি দাও

গণতন্ত্রের বিপক্ষে দুটি যুক্তি দাও।

গণতন্ত্রের বিপক্ষে দুটি যুক্তি হল-

নৈতিকতার অবনতি ঘটায়: গণতান্ত্রিক শাসনব্যবস্থা নৈতিকতার অবনতি ঘটায় বলে সমালোচকরা মনে করেন। তাঁদের মতে, গণতন্ত্রে যেহেতু জনগণ অজ্ঞ ও অশিক্ষিত থাকে, তাই ধূর্ত রাজনৈতিক নেতৃবৃন্দ এর সুযোগ নিয়ে শাসনক্ষমতাকে কুক্ষিগত করে নিজেদের কাজে লাগায়। এর ফলে নির্বাচনের সময় বলপূর্বক বুথ দখল, উৎকোচ গ্রহণ ও প্রদান, কারচুপি ইত্যাদি দেখা যায়। এতে গণতন্ত্র নেহাতই তত্ত্বকথায় পরিণত হয় এবং নৈতিকতার দিক থেকে রাষ্ট্রের মান হ্রাস পেতে শুরু করে। অনৈতিকতার কড়াল গ্রাসে গোটা দেশে রাজনৈতিক ভণ্ডামি, স্বার্থকেন্দ্রিক রাজনীতি মাথাচাড়া দিয়ে ওঠে।

ব্যয়বহুল: গণতান্ত্রিক ব্যবস্থাকে সমালোচকরা একটি ব্যয়বহুল ব্যবস্থা বলে অভিহিত করেন। গণতন্ত্রে দেশের সাধারণ নির্বাচনগুলিতে সরকারকে যে বিপুল পরিমাণ অর্থের ব্যবস্থা করতে হয়, তা অনেকসময় অপচয়ের নামান্তর হয়ে দাঁড়ায়। দেশে যদি স্থিতিশীল সরকার গঠিত না হয়, তাহলে অন্তর্বর্তী নির্বাচনের আয়োজন করার জন্য সরকারকে বিপুল পরিমাণ অর্থের অপচয় করতে হয়। এ ছাড়া জনমত গঠন ও নির্বাচনের প্রাক্কালে দলীয় প্রচারের কাজে রাজনৈতিক দলগুলি প্রচুর অর্থের অপচয় করে।

Leave a Comment