গণতন্ত্রের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো

গণতন্ত্রের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।

গণতন্ত্রের বেশ কয়েকটি মৌলিক বৈশিষ্ট্য রয়েছে, যা রাজনৈতিক প্রক্রিয়ায় নাগরিকদের অংশগ্রহণ এবং অধিকার সুরক্ষা নিশ্চিত করে। এর মধ্যে গুরুত্বপূর্ণ দুটি বৈশিষ্ট্য হল-

  • গণসার্বভৌমত্ব: গণতান্ত্রিক শাসনব্যবস্থায় সরকারি কর্তৃপক্ষ জনগণের সম্মতির ভিত্তিতে গড়ে ওঠে এবং টিকে থাকে। নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণ তাদের এই ক্ষমতা প্রয়োগ করে থাকে।
  • আইনের অনুশাসন: গণতান্ত্রিক শাসনব্যবস্থায় সকল ব্যক্তি এবং সমাজস্থ সকল ধরণের প্রতিষ্ঠানসমূহ রাষ্ট্রীয় আইনের প্রতি অনুগত থাকে। যে-কোনো ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আইনের প্রতি দায়বদ্ধ থেকে নিজ নিজ কার্যসম্পাদন করতে হয় এবং আইন বাস্তবে সকলে উপর সমভাবে প্রযুক্ত হয়। একেই আইনের অনুশাসন (Rule of Law) বলা হয়।

Leave a Comment