গণঅভিমত কী

গণঅভিমত কী?

গণঅভিমত: রাষ্ট্রবিজ্ঞানী সি এফ স্ট্রং (C F Strong)-এর বক্তব্য অনুসারে, গণঅভিমত কথাটির অর্থ হল জনগণের আদেশ। প্রত্যক্ষ ভোটের মাধ্যমে কোনো রাজনৈতিক বিষয়ে জনগণের মতামত গ্রহণকে গণঅভিমত বলা হয়। রাজনৈতিক দিক থেকে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে জনগণের মতামত নেওয়ার জন্য গণঅভিমত গ্রহণ করা হয়। ফ্রান্সে পঞ্চম প্রজাতন্ত্র গঠন করার সময় প্রেসিডেন্ট দ্য গল (De Gaulle) গণঅভিমত নেওয়ার ব্যবস্থা করেছিলেন।

Leave a Comment