কেস স্টাডি পদ্ধতির ব্যবহার লেখো
কেস স্টাডি পদ্ধতির ব্যবহার
কেস স্টাডি পদ্ধতির ব্যবহারগুলি হল-
(1) পূর্বানুমান গঠনে সাহায্য করে।
(2) ব্যক্তি, গোষ্ঠী, প্রতিষ্ঠান ইত্যাদি সংক্রান্ত বিভিন্ন তথ্যসংগ্রহের জন্য এর ব্যবহার রয়েছে।
(3) সমাজবিজ্ঞানের বিভিন্ন গবেষণায় এই পদ্ধতি অধিক পরিমাণে ব্যবহৃত হয়।
(4) সামাজিক দুটি ঘটনার মধ্যে তুলনা করতে এই পদ্ধতির ব্যবহার রয়েছে।
(5) ব্যক্তি বা সংগঠন বিষয়ক প্রাপ্ত বিভিন্ন তথ্যের ভিত্তিতে ওই বিষয়ভিত্তিক তত্ত্ব যাচাই করতে এই পদ্ধতির ব্যবহার করা যায়।
(6) কোনো ঘটনার বর্তমানকে জানতে হলে অনেকসময় অতীতকে জানার প্রয়োজন হয়। এক্ষেত্রে কেস স্টাডি প্রয়োগ করা হয়।