কারা গণতন্ত্রকে সর্বশ্রেষ্ঠ শাসনব্যবস্থা বলে চিহ্নিত করেছেন? গণতন্ত্রের কয়েকজন চরম সমালোচকের নাম লেখো

কারা গণতন্ত্রকে সর্বশ্রেষ্ঠ শাসনব্যবস্থা বলে চিহ্নিত করেছেন? গণতন্ত্রের কয়েকজন চরম সমালোচকের নাম লেখো।

গণতন্ত্রের সমর্থকগণ: গণতন্ত্রের পক্ষে যেসকল রাষ্ট্রবিজ্ঞানী তাদের যুক্তি দিয়েছেন তাঁদের মধ্যে অন্যতম হল-জন স্টুয়ার্ট মিল, ব্যোম, টভিল, স্পেনসার, ল্যাস্কি, লর্ড ব্রাইস, বার্কার প্রমুখ। এঁনাদের মতে, সর্বশ্রেষ্ঠ শাসনতন্ত্র হল গণতন্ত্র।

গণতন্ত্রের সমালোচকগণ: অন্যদিকে, ফ্যাগুয়ে, লেকি, নিৎসে, হল, কার্লাইল, হেনরি মেইন প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী গণতন্ত্রের বিপক্ষে যুক্তি দিয়ে গণতন্ত্রকে তীব্র সমালোচনা করেছেন।

Leave a Comment