কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার বৈশিষ্ট্য: কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার দুটি বৈশিষ্ট্য হল-
- কেন্দ্রীভূত নেতৃত্ব: বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান বা গোষ্ঠী যেমন আইনসভা, রাজনৈতিক দল বা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সরকার কর্তৃক কঠোরভাবে নিয়ন্ত্রিত হয় এবং সীমিত রাজনৈতিক স্বাধীনতা ভোগ করে। যাবতীয় রাজনৈতিক সিদ্ধান্ত শাসক বা শাসকগোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত থাকে।
- সীমিত রাজনৈতিক বহুত্ববাদ: কর্তৃত্ববাদে গণতন্ত্রের মতো বহুদলের ও বহুমতের কোনো স্থান নেই অর্থাৎ কর্তৃত্ববাদ বহুত্ববাদকে প্রত্যাখ্যান করে। যে সংগঠনগুলি কর্তৃত্ববাদী ব্যবস্থার বিরোধিতা করে, সেই সংগঠনগুলিকে প্রান্তিক করে দেওয়া হয়, প্রয়োজনে বিরোধী দলগুলিকেও নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়।