একনায়কতন্ত্রের দুটি বৈশিষ্ট্য আলোচনা করো

একনায়কতন্ত্রের দুটি বৈশিষ্ট্য আলোচনা করো।

একনায়কতন্ত্রের বৈশিষ্ট্যগুলি হল-

স্বৈরাচার ও একচেটিয়া ক্ষমতার প্রয়োগ: একনায়কতন্ত্রে ক্ষমতা একজন ব্যক্তি বা একটি ছোটো গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত থাকে এবং রাষ্ট্রযন্ত্রের উপর সে বা তারাই পূর্ণ কর্তৃত্ব বজায় রাখে। এখানে অন্য কোনো রাজনৈতিক গোষ্ঠীর অস্তিত্বকে স্বীকার করা হয় না।

একটিমাত্র দলের অস্তিত্ব: একনায়কতন্ত্রে একটিমাত্র দলের অস্তিত্ব রয়েছে, বিরোধী দলের কোনো স্থান নেই। একনায়ক মনে করেন যে, একমাত্র সে-ই জাতীয় স্বার্থের সংরক্ষক। অতএব তাঁর বিরোধিতা করার অর্থ জাতীয় স্বার্থের বিরোধিতা করা।

Leave a Comment