উদারনৈতিক গণতন্ত্র কাকে বলে? বর্তমানে কোথায় কোথায় উদারনৈতিক গণতন্ত্রস্ত্র লাক্ষ করা যায়?
উদারনৈতিক গণতন্ত্র: উদারনৈতিক গণতন্ত্র বলতে এক বিশেষ রাজনৈতিক ব্যবস্থাকে বোঝায়, যার মধ্যে উদারনৈতিক ভাবধারা, চিন্তা ও দর্শনের সমন্বয়সাধন ঘটে। গণতান্ত্রিক পদ্ধতিতে উদারনৈতিক ধ্যানধারণার বাস্তবায়ন ঘটানোই এই শাসনব্যবস্থার মূল লক্ষ্য। বিশ্বের প্রায় সকল ধনতান্ত্রিক দেশগুলিতেই উদারনৈতিক গণতন্ত্র স্বীকৃতি লাভ করেছে। আনুমানিক সপ্তাদশ শতাব্দীতে উদীয়মান পুঁজিপতি শ্রেণি যে রাজনৈতিক মতাদর্শকে অস্ত্র করে সামন্ততান্ত্রিক শাসনব্যবস্থার বিরুদ্ধে সোচ্চার হয়েছিল, তাকেই উদারনৈতিক গণতন্ত্র (Liberal Democracy) বলা হয়। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানিতে উদারনৈতিক গণতন্ত্র লক্ষ করা যায়।