উদারনৈতিক গণতন্ত্র কয় ভাগে ভাগ করা যায় ও কী কী

উদারনৈতিক গণতন্ত্র কয় ভাগে ভাগ করা যায় ও কী কী?

সত্তর উদারনৈতিক গণতন্ত্রকে দুটি ভাগে ভাগ করা যায়। যথা-সাবেকি বা সনাতন উদারনৈতিক গণতন্ত্র এবং আধুনিক উদারনৈতিক গণতন্ত্র।

সাবেকি বা সনাতন উদারনৈতিক গণতন্ত্র: সাধারণভাবে উদারনৈতিক গণতন্ত্র বলতে সেই গণতন্ত্রকে বোঝায়, যা প্রধাণত বিশ্বের ধনতান্ত্রিক দেশগুলিতে স্বীকৃত হয়েছে। সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার, সংখ্যাগরিষ্ঠের শাসন এবং দায়িত্বশীল শাসনব্যবস্থা, গণতন্ত্রের এই তিনটি মূলনীতি উদারনৈতিক গণতান্ত্রিক শাসনব্যবস্থায় লক্ষ্য করা যায়।

আধুনিক উদারনৈতিক গণতন্ত্র: বিংশ শতাব্দীতে উদারনৈতিক গণতন্ত্র তার সাবেকি ভাবধারা পরিত্যাগ করে আধুনিক রূপ ধারণ করে, যা আধুনিক উদারনৈতিক গণতন্ত্র বা পাশ্চাত্য গণতান্ত্রিক ব্যবস্থা হিসেবে – পরিচিত।

Leave a Comment