আইনগত গণতন্ত্র বলতে কী বোঝো

আইনগত গণতন্ত্র বলতে কী বোঝো?

আইনগত গণতন্ত্র: আইনগত গণতন্ত্রের মূল কথা হল সংখ্যাগরিষ্ঠের শাসন, নাগরিকদের আর্থিক ও রাজনৈতিক স্বাধীনতা সবকিছুই প্রতিষ্ঠিত হবে আইনের শাসনের মাধ্যমে। উদারনীতির ভিত্তিতে কার্যকরী রাজনৈতিক নেতৃত্ব আমলাতান্ত্রিকতা রোধ এবং সমষ্টিতান্ত্রিকতার বিপদ থেকে নাগরিকদের রক্ষা করাই হল এই ব্যবস্থার প্রধান শর্ত। আইনগত গণতন্ত্রের প্রবক্তাদের মধ্যে অন্যতম হলেন রবার্ট নজিক ও হায়েক।

Leave a Comment